সত্য ও বস্তনিষ্ঠ সংবাদের কোন বিকল্প নেই— অতরিক্তি জেলা প্রশাসক রিপন চাকমা
বার্তা কক্ষঃঅতরিক্তি জেলা প্রশাসক (শক্ষিা ও আইসটি) রিপন চাকমা বলেছেন- সত্য, বস্তনিষ্ঠ ও তথ্যভিত্তিক সংবাদের কোন বিকল্প নেই। তিনি গতকাল মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া ট্রেনিং রিসোর্টে নিউজ নেটওয়ার্কের উদ্যোগে লঙ্গি ভত্তিকি সহংিসতা বন্ধরে লক্ষ্যে সাংবাদকিদরে ২ দনি ব্যাপী সচতেনতা মূলক র্কমশালা উদ্বোধন কালে এই কথা বলনে। উদ্বোধনী অনুষ্ঠানে নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামানের সভাপতিত্বে বক্তৃতা করেন বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ড. হোসেন শাহরিয়ার, প্রকল্পের সমন্নয়কারী রেজাউল করিম। কর্মশালায় প্রশিক্ষন প্রদান করছেন বিশিষ্ট সাংবাদিক এপি র সাবেক ব্যুরো প্রধান ফবিদ হোসেন, বিশিষ্ট সমাজ বিজ্ঞানী ডঃ হোসেন শাহরিয়ার ও নিউজ নেটওয়ার্কের সম্পাদক শহীদুজ্জামান। কর্মশালা সঞ্চালনা করনে নিউজ নেটওয়ার্কের জেলা সমন্নয়কারী মোহাম্মদ আরজু। কর্মশালায় ব্রাহ্মণবাড়িয়ার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ২১ জন সাংবাদিক অংশ গ্রহণ করেন।