তাহাজ্জুদে অভ্যস্ত স্বামী স্ত্রীর জন্য রাসূল পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর দোয়া।
মোঃ রাসেল মিয়া:হযরত আবু হুরায়রা (রাযিয়াল্লাহু তায়ালা আনহু) হতে বর্ণিত রাসূল পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) ইরশাদ করেছেন, আল্লাহ তায়ালা দয়া করুন ঐ পুরুষকে যে রাত্রে ঘুম থেকে জেগে উঠে তাহাজ্জুদ নামায পড়েছে এবং নিজের স্ত্রীকে জাগানের জন্য তার চেহারায় পানি ছিটা দিয়েছে। আল্লাহ তায়ালা দয়া করুন ঐ মহিলাকে যে নিজে ঘুম থেকে জেগে তাহাজ্জুদ পড়েছে এবং স্বীয় স্বামীকে জাগিয়েছে আর সেও তাহাজ্জুদ নামায পড়েছে আর যদি না জাগে তাহলে তার চেহারায় পানি ছিটিয়ে দিয়েছে। (আবু দাউদ, নাসায়ী, মেশকাত ৮০৯ পৃষ্ঠা)