রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

পশ্চিমবঙ্গে এসিড বৃষ্টি

asid rainআন্তর্জাতিক ডেস্ক: ভারতে এসিড বৃষ্টিতে একটি গ্রামের কয়েকশ’ গাছের পাতা ঝরে গেছে। শ্বাসকষ্ট, চোখ জ্বালা ও কাশি নিয়ে অসুস্থ হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা। পশ্চিমবঙ্গের বাদুড়িয়ার ফতুল্যাপুর গ্রামে রোববার এ ঘটনা ঘটে।
গ্রামবাসীরা জানায়, রাস্তায় বেরিয়েই চোখে পড়ে ঝরা পাতার স্তূপ। ঝরে পড়ছে বট, অশ্বত্থ, শিরীষ, নিম, বাবলা, কৃষ্ণচূড়া, বাঁশ, কাঁঠাল, আম সবরকম গাছের পাতা। ঝলসে গিয়েছে ধান, পাট, বেগুন, বরবটির ক্ষেত। রাস্তা, বাড়ি, ঘরের চাল ছেয়ে গেছে ঝরা পাতায়। পাতাগুলো মাঝখান থেকে ঝলসানো। তীব্র ঝাঁঝালো গন্ধে কারও চোখও জ্বালা করছে। শিশুরা কাশছে।

শিবপুরের বোট্যানিকাল গার্ডেনের কর্মকর্তা হিমাদ্রিশেখর বলেন, এসিড বৃষ্টির জেরেই ওই ঘটনা। ষাটের দশকে লন্ডনে ঘটে যাওয়া এমন একটি ঘটনার সঙ্গে এই ঘটনার মিল রয়েছে বলে জানান তিনি।

তিনি বলেন, বাতাসের সঙ্গে সালফার ডাই অক্সাইড মিশে গিয়েছিল। নিম্নচাপ থাকায় তা উপরে উঠতে না পেরে নিচ দিয়ে অতিবাহিত হচ্ছিল। সেই সময়ে বৃষ্টির পানির সংস্পর্শে এসে তা সালফিউরিক এসিডে পরিণত হয়েছে। পরে তা এসিড বৃষ্টি হয়ে ঝরে পড়ায় গাছের পাতা ঝলসে গিয়েছে, ঝরে গিয়েছে।