জলাবদ্ধতায় কসবা রেলস্টেশনে যাত্রীসেবা বন্ধ ঘোষণা
কয়েকদিনের টানা বর্ষণে পানি বন্দি হয়ে পড়েছে ঢাকা-চট্টগ্রাম ও চট্টগ্রাম-সিলেট রেলপথের ব্রাহ্মণবাড়িয়ার কসবা রেলস্টেশন। এ অবস্থায় ওই স্টেশনে যাত্রীসেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে রেল কর্তৃপক্ষ।সোমবার সকাল সাড়ে ১০টায় এ ঘোষণা দেওয়া হয়। কসবা রেলস্টেশন মাস্টার আসাদ মিয়া বাংলানিউজকে বলেন, টানা বষর্ণের কারণে স্টেশনের প্লাটফর্ম, মাস্টার রুম, টিকিট কাউন্টার, যাত্রী বিশ্রামাগার ও টয়লেট জলাবদ্ধ হয়ে পড়েছে। এ অবস্থায় সকাল থেকে পানির উপরে চেয়ার পেতে আমরা দায়িত্ব পালন করার চেষ্টা করছিলাম। এভাবে দায়িত্বপালন প্রায় অসম্ভব হয়ে পড়ায় সকাল সাড়ে ১০টার দিকে স্টেশনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া স্টেশনের সহকারী বুকিং ক্লার্ক জসীম উদ্দিন জানান, জলাবদ্ধতার পাশাপাশি পানিতে রেলের টিকিটসহ মূল্যবান কিছু কাগজপত্র নষ্ট হয়েছে। এ কারণে রেল যাত্রীসেবা কার্যক্রম আপাতত বন্ধ ঘোষণা করা হয়েছে।