রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

বৃষ্টির কারণে ব্রাহ্মণবাড়িয়াবাসীর দূর্ভোগবৃদ্ধিসহ জীবনযাত্রা বিপর্যস্ত

bristiiমোঃ রাসেল মিয়া।।সাগরের লঘুচাপের কারনে গত ৩ দিন যাবত ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এতে করে জেলা শহরের বিভিন্ন স্থানে জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির কারনে দিন মুজুরসহ নিম্ন আয়ের মানুষের দুর্ভোগ বৃদ্ধিসহ জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সাগরে লঘুচাপের কারনে দেশের অন্যান্য স্থানের মত ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরসহ সবকটি উপজেলায় গত শুক্রবার হতে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। গত ৩ দিন যাবত টানা ভারী বৃষ্টির কারণে জেলাশহর বিভিন্ন স্থান জলমগ্ন হয়ে পড়েছে। নিচু এলাকা পানিতে তলিয়ে গেছে। গত ৩ দিন যাবত সূর্যের দেখা মিলেনি। নাগরিক জীবনযাত্রা হয়ে পড়েছে বিপর্যস্ত। নি¤œ আয়ের মানুষের দূর্ভোগ বেড়েছে। বৃষ্টির কারণে শহরের বিভিন্ন স্থানের হাট বাজারের অবস্থা অবর্ণনীয়। প্রয়োজন ছাড়া মানুষজন খুব একটা ঘর থেকে বের হচ্ছে না। এদিকে বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে চলছে অর্ধবার্ষিকী পরীক্ষা। অভিভাবকসহ শিশু কিশোরদের রিক্সাসহ বিভিন্ন যানবাহনে যাতায়ত করতে গিয়ে পড়তে হচ্ছে দূর্ভোগের মধ্যে। গুনতে হচ্ছে বাড়তি টাকা। তা ও আবার যানবাহন না পাওয়ার যন্ত্রনা। আবহাওয়ার এই অবস্থা থাকলে মানুষজনকে আরো বেশী দূর্ভোগ পোহাতে হবে বলে আশংকা করা হচ্ছে।