মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ শুরু

trainnn-150x150ভাটিয়ারিতে সেতু মেরামতের পর চট্টগ্রামের সাথে সারাদেশের রেল যোগাযোগ সীমিত পরিসরে শুরু হয়েছে। রোববার বিকাল সাড়ে ৩টার দিকে সেতুটি খুলে দেওয়া হয় বলে রেল কর্মকর্তারা জানিয়েছেন। তবে পৌনে ৫টা পর্যন্ত সেতুর ওই অংশ দিয়ে কোনো ট্রেন চলাচল করেনি।

রেলওয়ে সূত্রে জানিয়েছে, অতিবৃষ্টিতে পাহাড়ি ঢলে ওই রেলসেতু ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় বেলা সোয়া ১১ টার দিকে চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ  হয়ে যায়। সেতু মেরামতের পর পুনরায় রেল চলাচল শুরু হয়েছে।

রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান পরিচালন কর্মকর্তা মিহির কান্তি গুহ জানান, অতিবৃষ্টির কারণে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে অবস্থিত রেলসেতুটির পাশ থেকে মাটি সরে যায়। সেতুটি চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হওয়ায় বন্ধ রাখা হয় রেলযোগাযোগ।