আশুগঞ্জের বিভিন্ন বাজারে অবাধে বিক্রি হচ্ছে পোনা মাছ
॥বার্তা কক্ষ॥ কোন নিয়ম নীতির তোয়াক্কা না করেই আশুগঞ্জের বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে পোনা মাছ। শুধু তাই নয়, উপজেলার বিভিন্ন বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ ঘোষিত পিরানহা। অবাধে পোনা মাছ বিক্রির ফলে মাছের বংশ দ্রুত হ্রাস পাচ্ছে। সরজমিনে দেখা গেছে, আশুগঞ্জ বড় বাজার, রেলগেইট বাজার, চর-চারতলা স্টেশন রোড বাজার, যাত্রাপুর বাজার, সোহাগপুর বাজার, বেড়তলা বাজারসহ বিভিন্ন বাজারে শোল, গজার, টাকি মাছের পোনা বিক্রি হচ্ছে। এছাড়াও রুই, কাতলসহ বিভিন্ন মাছের পোনা বিক্রি হচ্ছে। যা বিক্রয় করা দন্ডনীয় অপরাধ। উপজেলার ভোজন রসিকরা চড়া দামে শোল, গজার ও টাকি মাছের পোনা কিনে তৃপ্তির ঢেকুর তুলছেন। পোনা মাছ বিক্রয় বন্ধে উপজেলার বিভিন্ন বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনার দাবি জানিয়েছেন।