বুধবার, ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফুলেল শুভেচ্ছায় শিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানরা

B.Baria Pic-2আমিরজাদা চৌধুরী:ফুলেল শুভেচ্ছায় শিক্ত হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানগন। শুক্রবার(২০ শে জুন) শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে অভিষেক ও গণসংবর্ধনা অনুষ্ঠানে নব নির্বাচিত এই তিন জনপ্রতিনিধির হাতে শতাধিক ফুলের তোড়া তুলে দিয়ে শুভেচ্ছা জানান বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। বৈরী আবহাওয়া উপেক্ষা করে অনুষ্ঠানে যোগ দিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন শত শত মানুষ।তাদের অনেকের হাতে ফুলের তোড়া। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোতকাদির চৌধুরী এম.পি। জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক ও জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল-মামুন সরকার ,সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসীন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ডঃ আশরাফুল আলম। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের পক্ষে বক্তব্য রাখেন তালশহর পূর্ব ইউপি চেয়ারম্যান জায়েদুল করিম কালাম। প্রধান অতিথি তার বতৃতায় বলেন, গত ৫ জানুয়ারীর দশম জাতীয় সংসদ নির্বাচনের পর সমালোচকরা যখন অনেক কথা বলছিলেন তখন বিভিন্ন রাজনৈতিক দলের অংশ গ্রহনে অনুষ্ঠিত সদর উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীরা বিপুল ভোটে নির্বাচিত হন। ব্রাহ্মণবাড়িয়ার জনগন শেখ হাসিনাকে ভালোবাসেন। জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদেরকে বিজয়ী করে তারা এর প্রমান দিয়েছেন । তিনি আরো বলেন, উপজেলা পরিষদ হচ্ছে সরকারের একটি প্রশাসনিক ইউনিট। সেখানে জনগনের জন্য কাজ করার অনেক সুযোগ আছে। আমি আশাকরি নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদ্বয় সদর উপজেলাকে পরিকল্পিত ও শক্তিশালী হিসেবে গড়ে তুলবেন।পরে অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করেন ক্লোজআপ ওয়ান শিল্পী বিউটি,রনি ও পাভেল।   
অনুষ্ঠানটি পরিচালনা করেন প্রভাষক মোঃ মনির হোসেন।