বৃহস্পতিবার, ১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সরাইলে একই জায়গায় জাতীয় পার্টি ও আওয়ামীলীগের সমাবেশ এলাকায় উত্তেজনা ॥

al v jatio partyবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই জায়গায় একই সময়ে আজ শনিবার জাতীয় পার্টি ও আওয়ামীলীগ সমাবেশের ডাক দিয়েছে। মাইকে চলছে প্রচারনা। শনিবার বিকেলে উপজেলার শাহজাদাপুর গ্রামের পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠকে সমাবেশ স্থল বলে ঘোষনা দিয়েছে উভয় দল। ইউপি জাতীয় পার্টির সহ সভাপতি মোঃ ছালেক স্থানীয় সংসদ সদস্যের সংবর্ধনা সভার কথা বললেও এ বিষয়ে কিছুই জানেন না সভাপতি মোঃ শরীফ উদ্দিন ফানু । জাতীয় পার্টির সভার প্রধান অতিথি স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট জিয়াউল হক মৃধা। আর আওয়ামীলীগের সমাবেশের প্রধান অতিথি জেলা আ’লীগের সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। এ ঘটনায় সংঘর্ষের আশঙ্কায় গোটা ইউনিয়নে বিরাজ করছে উত্তেজনা ও আতঙ্ক। শাহজাদাপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ড আ’লীগের সভাপতি ডাঃ মোঃ সারোয়ার বলেন, জেলা ও উপজেলা আ’লীগের নেতৃবৃন্দের নির্দেশে মাইকে আজকের সভার প্রচারনা চালিয়ে যাচ্ছি। ইউপি যুবলীগের সাবেক সভাপতি মোঃ আরিফুর রহমান বুলবুল বলেন, আজ শাহজাদাপুরে আমাদের দলের সভা রয়েছে। ইউপি জাতীয় পার্টির সম্পাদক মোঃ আলমগীর মিয়া বলেন, আজ আমাদের সভা হবে। তবে বিকেলে একই স্থানে আ’লীগের একটি সভার মাইকিং শুনেছি। এ বিষয়ে শাহজাদাপুর ইউপি চেয়ারম্যান  মোঃ রফিকুল ইসলাম খোকন বলেন, উপজেলা আওয়ামীলীগের নির্দেশে ওই স্কুল মাঠে আজ (শনিবার) বিকেলে আ’লীগের একটি সভার কথা আমার জানা আছে। সেখানে দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। উপজেলা মহিলা আ’লীগের সভানেত্রী মোছাঃ রোকেয়া বেগম বলেন, আজকে ওই মাঠে আ’লীগের সভা হবেই। ওদিকে উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক রফিক উদ্দিন ঠাকুর বলেন, আগামী ২৩ জুন দলের প্রতিষ্টা বার্ষিকী জাকজমক পূর্ণ ভাবে পালনের উদ্দেশ্যে পূর্ব  নির্ধারিত তারিখ অনুযায়ী আজ বিকেলে শাহজাদাপুর পশ্চিম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আমাদের সভা হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন। এ ছাড়া জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র আল-মামুন সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ মাহবুবুল বারী চৌধুরী মন্টু সহ জেলার অন্যান্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখবেন। জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল-মামুন সরকার বলেন, সারা দেশে সপ্তাহ ব্যাপী আওয়ামীলীগের প্রতিষ্টা বার্ষিকী পালিত হবে। এর অংশ হিসেবে আজ শাহজাদাপুরে দলের সভা হবে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ বলেন, একই স্থানে দুই দলই সমাবেশ করার বিষয়ে অনঢ়। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমরা সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাব। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন বলেন, পুরো বিষয়টির উপর নজর রাখছি। অবস্থা বুঝে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ

সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বিমুখী সংঘর্ষ, আহত অর্ধশত

কমলার চেয়ে বেশি ভিটামিন সি আছে যেসব খাবারে

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: দুই মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বাস-অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী ‘পাগলা হাসান’সহ নিহত ২

জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

এখনও কেন সিঙ্গেল মিমি? 

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গলায় ঢুকে গেল জীবন্ত কৈ মাছ, অতঃপর…

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব