মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাগরিক সংবর্ধনা

obenandanআজ ২০ শে জুন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের নাগরিক সংবর্ধনা দেয়া হয়েছে। একই সাথে অভিষেক অনুষ্ঠান হয়েছে তাদের। আজ ২০ শে জুন শুক্রবার বিকেলে শহরের সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খা পৌর মিলনায়তনে এ অনুষ্ঠান হয়। পৌর মেয়র হেলাল উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোতকাদির চৌধুরী এম.পি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট সৈয়দ এ কে এম এমদাদুল বারী, জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আল-মামুন সরকার ,সংবর্ধিত উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম, ভাইস চেয়ারম্যান মোঃ মহসিন মিয়া, মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম। প্রধান অতিথি তার ব্কৃতায় বলেন, ব্রাহ্মণবাড়িয়ার জনগন শেখ হাসিনাকে ভালোবাসেন। তাই জাতীয় সংসদ নির্বাচন ও উপজেলা পরিষদের নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থীদেরকে বিজয়ী করেছেন। তিনি বলেন, উপজেলা পরিষদ হচ্ছে সরকারের একটি প্রশাসনিক ইউনিট। সেখানে জনগনের জন্য কাজ করার অনেক সুযোগ আছে। আমি আশাকরি নব-নির্বাচিত চেয়ারম্যান-ভাইস চেয়ারম্যানদ্বয় সদর উপজেলাকে পরিকল্পিত ও শক্তিশালী হিসেবে গড়ে তুলবেন। অনুষ্ঠানের প্রথমে ফুলেল শুভেচ্ছায় অভিসিক্ত হন নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদ্বয়। বিভিন্ন সংগঠন ও ব্যাক্তিগতভাবে শতাধিক ফুলের তোড়া তুলে দেয়া হয় উপজেলার ৩ জনপ্রতিনিধির হাতে। সবশেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।