ইরাকে আটকেপড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনার ব্যবস্থা হচ্ছে
প্রবাসী কল্যাণমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জানিয়েছেন, ইরাকের গৃহযুদ্ধে আটকে পড়া প্রায় ২০ হাজার শ্রমিককে প্রয়োজনে নিরাপদে সরিয়ে আনার সব ব্যবস্থা সম্পন্ন করেছে বাংলাদেশ সরকার। শনিবার এ নিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় বৈঠকে বসছে, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সঙ্গে। এছাড়া ইরাকে প্রবাসীদের সার্বক্ষণিক সহযোগিতায় দুটি হটলাইন চালু করেছে বাংলাদেশ দূতাবাস।শুক্রবার বিকেলে প্রবাসীকল্যাণ মন্ত্রী সাংবাদিকদের এসব তথ্য জানান।ইরাকে বিভিন্ন পেশায় কর্মরত রয়েছেন প্রায় ২০ হাজার বৈধ শ্রমিক। সরকারের ধারণা, আরো প্রায় পাঁচ হাজার শ্রমিক অবৈধভাবে বসবাস করছেন ইরাকের বিভিন্ন শহরে। ইরাকে গৃহযুদ্ধ শুরু হওয়ার পর বাংলাদেশিদের ওপর সরাসরি কোনো আক্রমণ না হলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা। খাদ্য, চিকিৎসা, বিদ্যুৎ, গ্যাস, পানি সংকট তো আছেই, ভেঙ্গে পড়েছে যোগাযোগ ব্যবস্থাও।পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এমনকি ইরাকে বাংলাদেশি দূতাবাসও বলছে অবস্থা নিয়ন্ত্রণেই রয়েছে। কিন্তু সাহায্যের আবেদন জানিয়ে প্রতিদিনই ইরাক থেকে প্রবাসীরা এবং বাংলাদেশের নানা প্রান্ত থেকে তাদের স্বজনেরা যোগাযোগ করছেন সংবাদ মাধ্যমের সঙ্গে।এ পরিপ্রেক্ষিতে গৃহযুদ্ধে আটকেপড়া বাংলাদেশিদের সহযোগিতায় দুইটি হটলাইন চালু করেছে দূতাবাস। এই দুটি নম্বরে ২৪ ঘণ্টা সব ধরনের সহযোগিতা দেয়া হবে বলে জানিয়েছেন ইরাকের রাষ্ট্রদূত রেজানুর রহমান খান। নাম্বার দুটি হলো: ০০৯৬৪-৭৮১৬৬০১৮০৫ এবং ০০৯৬৪-৭৮১৪২৩৮৩৫১।