মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সাংবাদিক শিউলী স্বর্ণ পদক পাওয়ায় রাজিবুল হাসানের অভিনন্দন।

Sheuli-1024x691বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের কার্যকরী পরিষদের সদস্য আকলিমা আখতার শিউলী নওয়াব ফয়জুন্নেসা সমাজ সেবায় অবদানের জন্য তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক  আলহাজ্ব মোঃ রাজিবুল হাসান অভিনন্দন  জানিয়েছেন। গত ১০ জুন ঢাকায় ফটোজার্নালিষ্ট মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে জাগো বাংলাদেশ পঞ্চায়েত কল্যাণ পরিষদ সাংবাদিক আকলিমা আখতার শিউলীকে সমাজ সেবায় অবদানের জন্য তাকে এ স্বর্ণ পদক তুলে দেওয়া হয়।
রাজিবুল হাসান অভিনন্দন বার্তায় বলেন, আগামী দিনেও সাংবাদিক শিউলী আখতার সমাজ সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করে তাঁর সু-স্বাস্থ ও দীর্ঘায়ু কামনা করেন।