আবার সংঘাতে শাহরুখ ও সালমান
বলিউডের শীর্ষ দুই অভিনেতা সালমান খান ও শাহরুখ খানের মধ্যকার দ্বন্দ্ব নতুন কোনো ঘটনা নয়। সম্প্রতি এ বিষয়টিই আরেকবার দেখা গেল। এবার সালমান ও শাহরুখ প্রায় একই সময়ে তাদের পৃথক অনুষ্ঠান করলেন। এক প্রতিবেদনে বিষয়টি জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
রবিবার ছিল অনেকটা বলিউডের দুই খানের দিবস। সেদিন বাবা দিবস উপলক্ষে শাহরুখ তরুণদের একটি অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। আর প্রায় একই সময়ে সালমান তার আগামী সিনেমার ট্রেইলার উদ্বোধন করেন।
উভয় অনুষ্ঠান শুরুর সময়ের পার্থক্য ছিল মাত্র আধ ঘণ্টা। আর এতে তাদের ভক্তরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিলেন। উভয়ের অনুষ্ঠান কভার করতে গিয়ে অনেক মিডিয়াকর্মীকেও ঝামেলায় পড়তে হয়।
সালমান ও শাহরুখের এ দ্বন্দ্ব নতুন নয়। এর আগেও অনুরূপ ঘটনা ঘটেছিল দুই খানের।