ইউটিউবে কিকএর ট্রেলার, ১৭ ঘন্টায় ১২ লাখ হিটস
ঈদে ছবি মুক্তি পাবে। ট্রেলার ছাড়া হয়েছে রবিবারর দুপুর ৩ টায়, আর তারপর থেকে মাত্র ১৭ ঘন্টার মধ্যে ইউটিউবে সেই ট্রেলার দেখেছেন প্রায় ১২ লাখেরও বেশি লোক। ভাবছেন কি এমন ছবি, আরে ভাই সালমান খানের আপকামিং ব্লকবাস্টার ছবি ‘কিক’য়ের ট্রেলার ইউটিউবে আপলোড হওয়ার পর থেকেই সেখানে মানুষের ঢল। ইউটিউবের মাধ্যমে এই ছবির ট্রেলার ছড়িয়ে পড়েছে ইউটিউবে, ভক্তদের সংরক্ষণে। সালমান বলে কেওটা কথা আছে, আর সে জন্যই হুমড়ি খেয়ে পড়ছে সালমান ভক্তরা।