মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মালয়েশিয়ান বিমান নিখোঁজের আজ শততম দিন

Malaysia_Airlines_bg_5434058731242014মালয়েশিয়ান এয়ারলাইন্সের ফ্লাইট এমএইচ ৩৭০ বোয়িং ৭৭৭-২০০ বিমানটি নিখোঁজ হওয়ার ঘটনার আজ শততম দিন। এ দিনটি পালন করতে বিমানটির নিখোঁজ চীনা যাত্রীদের আত্মীয়স্বজনরা রবিবার বেইজিংয়ে জড়ো হয়েছেন। সেই সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও দেশটির এয়ারলাইন্সের কর্মকর্তারা দিনটি পালনে ও নিখোঁজ যাত্রীদের পরিবারের স্বজনদের সহানুভূতি জানাতে এতে শামিল হয়েছেন। খবর বিবিসির

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব রাজাক রবিবার নিখোঁজ যাত্রীদের পরিবারের প্রতি সহানুভূতি ব্যক্ত করেছেন। এক টুইটার বার্তায় তিনি লিখেন, 'এমএইচ ৩৭০ নিখোঁজ হওয়ার শততম দিনে আমি বিমানটির যাত্রীদের ও তাদের পরিবারের সদস্যদের স্মরণ করছি। বিমানটির অনুসন্ধান প্রচেষ্টায় মালয়েশিয়া প্রতিজ্ঞাবদ্ধ রয়েছে।' বিমানটি নিখোঁজের শততম দিন পালন করতে যাত্রীদের পরিবারের স্বজনরা রবিবার বেইজিংয়ে জড়ো হয়েছেন। তারা সেখানে নিখোঁজ স্বজনদের জন্য প্রার্থনা করেছেন এবং বিমানটি ঠিক কিভাবে হদিস হয়েছে এ ব্যাপারে স্রেফ সত্য জানতে চায় বলে জানিয়েছেন।