শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আজ রমনা বোমা হামলা মামলার রায়

ramnaদীর্ঘ ১৩ বছর পর রমনা বটমূলে বোমা হামলা মামলার রায় ঘোষণা হতে যাচ্ছে। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক রুহুল আমিন আজ (সোমবার) দুপুর ১২ টায় এ রায় ঘোষণা করবেন বলে শীর্ষ নিউজকে নিশ্চিত করেন রাষ্ট্র পক্ষের আইনজীবী জাহিদ হোসেন সরদার। তিনি আরো বলেন, ২০০১ সনে রমনায় বর্ষবরণ অনুষ্ঠানে নৃশংস বোমা হামলায় ১০ জন নিহত ও বহু মানুষ আহত হয়। আমরা আসামিদের সর্বোচ্চ শাস্তি আশা করছি।

আসামি পক্ষের আইনজীবী এডভোকেট ফারুক হোসেন শীর্ষ নিউজকে বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি। এ মামলায় কোন প্রত্যক্ষ সাক্ষী নেই। কোন ভিডিও ফুটেজ নেই। আমার মক্কেল মাওলানা আব্দুর রউফ-এর নামও কেউ বলেনি। শুধুমাত্র মুফতি হান্নানের স্বীকারোক্তি হচ্ছে এ মামলার মূল এভিডেন্স। মুফতি হান্নানকে ৪১০ দিন রিমান্ড নিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়েছে। পরবর্তীতে মুফতি হান্নান আদালতে  বলেছেন, ‘‘তার উপর অমানবিক নির্যাতন করে জোরপূর্বক স্বীকারোক্তি আদায় করা হয়েছে। তিনি নির্দোষ।”

এর আগে গত ২৮ মে উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে  ১৬ জুন (আজ) রায়ের দিন ধার্য করে আদালত। গত বছরের ২৩ অক্টোবর এ মামলার সাক্ষ্যগ্রহণ শেষ হয়। এ মামলায় ৮৪ জন সাক্ষীর মধ্যে ৬১ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। সর্বশেষ গত ৫ মে মামলার তদন্তকারী কর্মকর্তা আবু হেনা মোস্তফার পুনঃসাক্ষ্যগ্রহণ শেষ হয়।

২০০৮ সালের ২৯ নভেম্বর হরকাত-উল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নানসহ ১৪ জনকে অভিযুক্ত করে সিআইডি’র পরিদর্শক আবু হেনা মো. ইউসুফ আদালতে সম্পূরক অভিযোগপত্র দাখিল করেন। ২০০৯ সালের ১৬ এপ্রিল ১৪ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

এ মামলায় অভিযুক্ত ১৪ আসামির মধ্যে কারাগারে আটক ৮ আসামি হল     মাওলানা আকবর হোসেন, মুফতি আব্দুল হান্নান, আরিফ হোসেন সুমন, শাহাদাত উল্লাহ জুয়েল, মাওলানা সাব্বির, শওকত ওসমান ওরফে শেখ ফরিদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা ইয়াহিয়া ও মাওলানা আবু তাহের (বর্তমানে কারাগারে আটক) রয়েছেন। এছাড়া হাফেজ মাওলানা তাজউদ্দিন, হাফেজ জাহাঙ্গীর আলম, মো. আ. হাই, মুফতি শফিকুর রহমান ও মাওলানা আবু বকর এখনো পলাতক।

উল্লেখ্য, ২০০১ সালের ১৪ এপ্রিল (বাংলা ১৪০৮ সালের ১ বৈশাখ) ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান চলাকালে বোমা হামলায় প্রাণ হারান ১০ জন। ঘটনার দিন বাবুপুরা পুলিশ ফাঁড়ির সার্জেন্ট অমল চন্দ্র বাদী হয়ে রমনা থানায় মামলাটি দায়ের করেন।


 

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা