মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খালেদা জিয়ার রিমান্ড চাইলেন হানিফ

hanif2তারেক রহমানের উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, জিয়াউর রহমানের হত্যা সম্পর্কে যদি জানতেই হয় তাহলে শেখ হাসিনা নয়, তার মা বেগম খালেদা জিয়াকে রিমান্ডে নিলেই জানা যাবে জিয়ার প্রকৃত হত্যাকারী কে।
শুক্রবার সকাল ১১টায় তার কুষ্টিয়া বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে মতবিনিময়কালে একথা বলেন তিনি।
বিএনপির সরকার বিরোধী আন্দোলন প্রসঙ্গে হানিফ বলেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের আমলে দেশ অনেক এগিয়েছে। দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে সক্ষম হয়েছে, শিক্ষা ও স্বাস্থ্যখাতে আমূল পরিবর্তন এসেছে। দেশের মানুষ আর আন্দোলন সংগ্রাম দেখতে চায় না। তাদের আন্দোলন জনগণ অবশ্যই প্রত্যাখ্যান করবে।
এ সময় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রবিউল ইসলাম, শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ আওয়ামী লীগ ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।