শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

শেরে বাংলা স্বর্ণপদকে ভূষিত হলেন জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমদাদুল বারী।

B Baria Map

বার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ প্রশাসক, জেলা আওয়ালামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি, গণ পরিষদ সদস্য, সাবেক এমপি ও বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব এডঃ সৈয়দ এ কে এমদাদুল বারী সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা স্বর্ণপদক ২০১৪ এ ভ’ষিত হয়েছেন। গত ৭জুন সকাল ১১টায় জাতীয় গণগ্রন্থাগার সেমিনার হলে এর অনাড়ম্ভরপূর্ণ অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান এর নিকট থেকে তিনি স্বর্ণপদক ও সনদ গ্রহণ করেন। অনুষ্ঠানে সারা বাংলাদেশ থেকে ৭জন ব্যক্তিকে সমাজ সেবায় অবদান রাখার জন্য এ পদক প্রদান করা হয়। এ সময় অনুভ’তি ব্যক্ত করতে গিয়ে প্রশাসক বলেন,  “ঝবৎারপব ঘবাবৎ এড়বং টহৎবঃঁৎহ” তিনি বলেন, শেরে বাংলা এ কে ফজলুল হক ছিলেন একজন মহান ব্যক্তিত্ব। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের প্রেক্ষাপট সৃষ্টিতে যে, কয়জন ব্যক্তির অবদান অনস্বীকার্য তার মধ্যে শেরে বাংলা একজন। তিনি প্রশাসনিক কর্মকর্তা, আইনজীবি, কলকাতার মেয়র, কংগ্রেসের সাধারণ সম্পাদক ও মুসলিম লীগের মন্ত্রী এবং পূর্ব পাকিস্তানের প্রধানমন্ত্রী। এই মহান ব্যক্তির নামে যে গবেষনা পরিষদ সেই পরিষদ আমাদের স্বীকৃতি দিয়ে যে সম্মান দেখাল তার জন্য আমি গর্বিত ও কৃতজ্ঞ। এ ধরণের স্বীকৃতি আমাকে সমাজ সেবায় আরও অবদান রাখার জন্য উৎসাহিত করবে। পরিশেষে তিনি সকলের নিকট দোয়া প্রার্থণা করেন ও আল্লাহ গাফুরুর রাহিম এর নিকট শুকরিয়া আদায় করেন।
তিতাস বার্তা, অনলাইন পত্রিকা আমাদের ব্রাহ্মণবাড়িয়া এবং জাতীয় সাহিত্য পরিষদের সকল কর্মকর্তা এই বর্ষীয়ান নেতার শেরে বাংলা স্বর্ণপদক অর্জন করায় তাঁকে গভীর শ্রদ্ধা ও অভিনন্দন জ্ঞাপন করে দীর্ঘায়ু কামনা করেন।

এ জাতীয় আরও খবর