শনিবার, ৩রা জুন, ২০২৩ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

আখাউড়ায় ফেন্সিডিলসহ দুই পাচারকারী গ্রপ্তার

fancidilবার্তা কক্ষঃআখাউড়ায় পৃথক স্থানে অভিযান চালিয়ে ১১৩ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে আখাউড়া থানা পুলিশ। বৃহস্পতিবার ভোরে উপজেলার চাঁনপুর গ্রাম থেকে জাকির হোসেন (৩৫) কে ৮ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। অপর দিকে দুপুর ১২টার দিকে ১০৫ বোতল ফেন্সিডিল নিয়ে সিএনজি করে ভৈরবে যাওয়ার পথে আওয়াল (১৮) সহ মাদকবহনকারী একটি সিএনজিকে আটক করা হয়। আওয়াল মিয়া কিশোরগঞ্জের কুলিয়ার চরের তাতাকান্দি এলাকার মৃত জয়নাল মিয়ার ছেলে। আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাম্মাদ হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই দুই মাদক চোরাকারবারীকে আটক করে পুলিশ। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।

এ জাতীয় আরও খবর