শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় অনির্দিষ্টকালের সিএনজি ধর্মঘট

safe_imageবার্তা কক্ষঃঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচলে বাধা দেওয়া এবং গাড়ি আটক করে চাঁদাবাজির প্রতিবাদে জেলার সর্বত্র অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করছে সিএনজি মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। এ কারণে বুধবার সারাদিন আশুগঞ্জ গোলচত্বর থেকে বিজয়নগরের চান্দুরা পর্যন্ত ৩৫ কিলোমটার সড়কে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করেনি। ফলে দুর্ভোগের শিকার হয় জেলার আভ্যন্তরীণ সড়কে চলাচলকারি সব যাত্রীরা। সিএনজিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি মিস্টার আলী জানান, মহাসড়কে চলাচল করতে না দেওয়া হলে তাদের এ ধর্মঘট অনির্দিষ্টকালের জন্য চলবে। তাছাড়া বিকেল পাঁচটায় কুট্টাপাড়া মোড়ে সমাবেশ ডাকা হয়েছে। সমাবেশ থেকে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান তিনি। বুধবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল বিশ্বরোড মোড়ে গিয়ে অন্যদিনের চেয়ে অতিরিক্ত যাত্রীকে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা গেছে। যাত্রীরা জানান, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও নিজ নিজ গন্তব্যের গাড়ি পাচ্ছেন না। তাছাড়া প্রচণ্ড ভীড়ের কারণে লোকাল বাসে উঠতে না পেরে অনেকেই গন্তব্যে পৌঁছাতে পাওয়ার টিলারে করে রওয়ানা হয়েছেন।
ৱঅ্যাডভোকেট শরীফ মৃধা নামে এক যাত্রী জানান, আদালত থেকে সরাইলে যাবার জন্য লোকাল বাসে উঠতে না পেরে শেষ পর্যন্ত পাওয়ার টিলারে করে কুট্টাপাড়া মোড়ে আসতে হয়েছে। অনেক যাত্রীকেও একই পন্থায় বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে। এতে করে নারী ও শিশুরা পড়েছেন বিপাকে। স্কুল শিক্ষক সঞ্জয় কুমার দেব জানান, নাসিরনগর যাবার উদ্দেশে বের হয়ে রাস্তায় এসে জানতে পারেন ধর্মঘটের কথা। পরে তিনি পাওয়ার টিলারে করে বিশ্বরোড মোড়ে এসেছেন। এখন বাকি রাস্তা পাড়ি দেওয়া নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তিনি।  এ ব্যাপারে জানতে চাইলে খাটিহাতা হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আব্দুন নূর জানান, মহাসড়কে অনুমোদনহীন মাত্রাতিরিক্ত সিএনজিচালিত অটোরিকশা চলার কারণে দূর্ঘটনার পরিমাণ বেড়ে গেছে। দুর্ঘটনা রোধে জেলা পুলিশ ও হাইওয়ে পুলিশ যৌথভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা