রমজান উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু
রমজান উপলক্ষে বাড়তি চাহিদার কথা মাথায় রেখে মঙ্গলবার রাজধানীসহ সারাদেশে খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম শুরু করেছে ট্রেডিং করপোরেশন বাংলাদেশ (টিসিবি)।রমজান মাসজুড়ে টিসিবির উদ্যোগে দেশব্যাপী ১৭৪টি ট্রাকে ছোলা, চিনি, সয়াবিন তেল, ডাল ও খেজুর বিক্রি করা হবে।প্রতি বছর রমজানের বেশ আগে থেকেই দেশে বাড়তে থাকে নিত্যপণ্যের দাম। তাই ক্রেতাদের ভোগান্তির কথা মাথায় রেখে রমজানের আগে ভাগেই টিসিবি রাজধানীসহ সারাদেশে শুরু করেছে খোলা ট্রাকে পণ্য বিক্রি কার্যক্রম। এর আওতায় বিক্রি করা হচ্ছে ছোলা, চিনি, সয়াবিন তেল, ডাল ও খেজুর।টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বলেন, ১৭৪টি ট্রাকের মাধ্যমে টিসিবির আমদানি করা পণ্য বিক্রির কার্যক্রম শুরু হয়েছে।
এর মধ্যে রাজধানীতে ২৫টি, চট্টগ্রামে ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে ৫টি এবং জেলা শহরে ২টি করে ট্রাক এ কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, টিসিবির ডিলারদের পণ্য সরবরাহ করলেও কোনো ঘাটতি হবে না।