শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকেন

allah।।মোঃ রাসেল মিয়া।। ধৈর্যশীলতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। যা ইহকাল ও পরকালের সফলতা অর্জনে বিরাট ভূমিকা পালন করে। আল্লাহর প্রিয় বান্দার জন্য এটি একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। আল্লাহর প্রেরিত নবী-রসুলরা ধৈর্যশীল ছিলেন। যার কারণে তারা সফল হয়েছেন। মহান আল্লাহ বলেন, 'তোমাদের আগেও অনেক রসুলকে অবশ্যই মিথ্যাবাদী বলা হয়েছিল, কিন্তু তাদের মিথ্যাবাদী বলা ও ক্লেশ দেওয়া সত্ত্বেও তারা ধৈর্যধারণ করেছিল, যে পর্যন্ত আমার সাহায্য তাদের কাছে এসেছে। আল্লাহর আদেশ কেউ পরিবর্তন করতে পারে না। রসুলদের সম্বন্ধে কিছু সংবাদ তো তোমার কাছে এসেছে।' (সূরা আনয়াম-৩৪)। হজরত লোকমান (আ.) সৎকর্মে আদেশ ও অসৎ কর্মে নিষেধের ক্ষেত্রে ধৈর্যশীল ছিলেন। কেননা, এই দায়িত্ব পালন করতে অনেক কঠিন বাধার সম্মুখীন হতে হয় এবং লোকদের দ্বারা অপমানিত হতে হয়। লোকমান (আ.) শুধু নিজেই ধৈর্যশীল ছিলেন তা নয়, তিনি তার ছেলেকেও ধৈর্যশীল হওয়ার জন্য বলেছেন। যা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, 'এবং তোমার ওপর যে বিপদ আসে তাতে ধৈর্যধারণ কর। নিশ্চয়ই এ হলো দৃঢ় সংকল্পের কাজ।' (সূরা লোকমান-১৭)। ধৈর্য তিন ভাগে বিভক্ত। প্রথমত, আল্লাহর আনুগত্যের মাধ্যমে ধৈর্যশীল হয়ে তার আদেশ মান্য করা, দ্বিতীয়ত, আল্লাহর নিষেধকৃত কাজ থেকে বিরত থাকার সময় ধৈর্যশীল হওয়া, তৃতীয়ত, বিপদ-আপদ বা অন্যান্য পরীক্ষার সময় ধৈর্যশীল হওয়া। আল্লাহর আদেশ পালনে ধৈর্যশীল হওয়ার ব্যাপারে মহান আল্লাহ বলেন, 'তিনি আকাশমণ্ডলী, পৃথিবী ও তাদের অন্তর্বর্তী যা কিছু আছে তার প্রতিপালক। সুতরাং তারই ইবাদত কর এবং তার ইবাদতে ধৈর্যশীল থাক। তুমি কি তার সমগুণসম্পন্ন কাউকেও জান? (সূরা মারইয়াম-৬৫)। অন্য আয়াতে আরও বলেন, যারা তাদের প্রতিপালকের সন্তুষ্টি লাভের জন্য ধৈর্য ধারণ করে, সালাত কায়েম করে আমি তাদের যে জীবনোপকরণ দিয়েছি তা হতে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে এবং যারা ভালো দ্বারা মন্দ দূরীভূত করে, এদের জন্য শুভ পরিণাম। (সূরা আর রাদ-২২)। মহান আল্লাহতায়ালা আমাদের প্রত্যেককে ধৈর্যশীল হওয়ার তৌফিক দিন।

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক