ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু
বার্তা কক্ষঃ ব্রাহ্মণবাড়িয়ায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে আলাউদ্দিন মিয়া (৩৫) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার তিতাস রেলসেতু সংলগ্ন কোড্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন জামালপুর জেলার বাসিন্দা। তিনি ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস দ্বিতীয় রেলসেতুতে নির্মাণ শ্রমিকের কাজ করতেন।
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন জানান, দুপুরে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই আলাউদ্দিনের মৃত্যু হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আলাউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে মর্গে পাঠায়।