মঙ্গলবার, ৩০শে মে, ২০২৩ খ্রিস্টাব্দ ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ

খাদ্যে রাসায়নিক মেশানোর শাস্তি কঠোর হচ্ছে

mangoবাংলাদেশে সরকার আজ খাদ্যদ্রব্য ও ফলমূলে ফরামালিনসহ ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর বিরুদ্ধে পুরোনো আইনে যে শাস্তির বিধান ছিল তা আরো কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে মন্ত্রীর এক বৈঠকের পর এ কথা জানানো হয়। বাংলাদেশে এখন ফলের মওসুম – কিন্তু ক্ষতিকর রাসায়নিকের ভয়ে মানুষের বাজার থেকে ফল কিনে খাওয়ার ক্ষেত্রে এক ধরণের শংকা কারজ করতে দেখা যাচ্ছে। এই আশয়ংকা কাটানোর বিষয়টি নিয়েও বৈঠকে কথা হয়। মৌসুমী ফল বিক্রেতা, আমদানীকারকসহ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সাথে বৈঠকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ নিজেই তাঁর উদ্বেগ তুলে ধরেছেন।
তিনি বলেছেন, এখন দেশীয় ফলের মৌসুম হলেও ফরমালিন বা ক্ষতিকর রাসায়নিক দ্রব্যের ব্যবহার নিয়ে মানুষের মধ্যে এক ধরণের ভয় কাজ করছে। মন্ত্রী উল্লেখ করেছেন, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের বিরুদ্ধে সরকার শক্ত অবস্থান নিয়েছে। তিনি বলছিলেন, ফরমালিন দেওয়া পণ্য খেয়ে মানুষ মৃত্যুর কাছে চলে যায়। সুতরাং এখানে আমরা নিরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। একটা কঠিন আইন করতে যাচ্ছি আমরা। কারণ এটা নিয়ে ছেলেখেলা চলে না। মানুষের জীবন নিয়ে খেলা করার অধিকার কারও নেই এবং সকলকেই এর বিরুদ্ধে দাঁড়াতে হবে।
ভোক্তা অধিকার নিয়ে কাজ করে, এমন একটি সরকারি অধিদপ্তরের মহাপরিচালক আবুল হোসেন মিয়া বলেছেন, ক্ষতিকর রাসায়নিক দ্রব্য ব্যবহারের প্রবণতা বাড়ছে বলে তাদের মনে হচ্ছে। অন্যান্যবারের মতো এবারও ভরা আমের মৌসুমেই তাতে ফরমালিন বা ক্ষতিকর রাসায়নিক দ্রব্য মেশানোর নানা অভিযোগ উঠেছে। রাজশাহী অঞ্চলেই মুলত, আমের চাষ হয়। রাজশাহী থেকে একজন আম চাষী হাবিবুর রহমান ঢালাও অভিযোগ মানতে রাজী নন। তিনি বলেছেন, সব ব্যবসায়ী নয়, কিছু ব্যবসায়ী খামারেই ফরমালিন বা রাসায়নিক দ্রব্য মেশাচ্ছে। বিশেষ করে যারা ঢাকায় ফল নিয়ে যাচ্ছে। তাদের মধ্যে এর প্রবণতা বেশি।
তবে মন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, পুরোনো আইনে সাজার মেয়াদ কম থাকায় বিভিন্ন সময় নেওয়া পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখতে পারছে না। সেজন্য তারা পুরোনো আইনে দই বছরের জেল বা জরিমানার জায়গায় সাজা কঠোর করার সিদ্ধান্ত নিয়েছেন। চলতি অধিবেশনেই এমন বিল পাশের চেষ্টা করছেন তারা। বিষাক্ত রাসায়নিক মেশানো মৌসুমি ফল যেন বাংলাদেশের রাজধানী ঢাকাতে ঢুকতে না পারে সেজন্য বুধবার থেকে ঢাকার সাতটি পয়েন্টে অভিযানে নামবে মহানগর পুলিশ।

এ জাতীয় আরও খবর

চেন্নাইয়ের পঞ্চম শিরোপা

শান্তিরক্ষা মিশনে সর্বোচ্চ সেনা সদস্য প্রেরণকারী বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান আর নেই

এ সপ্তাহে শুরু হচ্ছে করোনার বুস্টার ডোজ

বিচ্ছেদের খবর ভিত্তিহীন: সৃজিত

প্রিয় অভিনেতাকে সামনে দেখে যা করলেন জয়া

হজে যাচ্ছেন পাকিস্তানের একঝাঁক ক্রিকেটার, মাকেও নিচ্ছেন বাবর

সব দেশকে বলেছি রোহিঙ্গাদের নিয়ে যান: পররাষ্ট্রমন্ত্রী

মৌসুমের আগেই ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচগুণ বেড়েছে: স্বাস্থ্যমন্ত্রী

বিশ্ববিদ্যালয়গুলোকে গবেষণায় জোর দিতে হবে: রাষ্ট্রপতি

শরীরের নয়, সমাজেরও রোগ সারাতে কাজ করেছেন ডা. জাফরুল্লাহ

সেই মোতালেবের পেট থেকে বের হলো আরও ৮টি কলম