ফুটবল নিয়ে মিউজিক ভিডিও
(আমাদেরব্রাহ্মণবাড়িয়া.কম) বিশ্বকাপ ফুটবল নিয়ে একটি গান তৈরি করলেন শফিক তুহিন। এর মিউজিক ভিডিও নির্মাণ করেছেন ইয়ামিন ইলান। ৯ জুন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে গানটির ভিডিওর চিত্রায়ন হয়েছে। এজন্য ব্যবহার করা হয়েছে ড্রোন ক্যামেরা। স্টেডিয়ামে খেলা শুরু হওয়া থেকে শেষ বাঁশি এবং শিরোপা পর্যন্ত ফুটবল খেলার সঙ্গে যুক্ত প্রায় সবকটি শব্দ এ গানে ব্যবহৃত হয়েছে। গানটির কথা এমন, ‘হৈ হৈ রই রই দর্শক উল্লাস/টান টান উত্তেজনায় দীর্ঘশ্বাস/ কেউ জেতে কেউ হারে/কেউ হাসে কারো চোখে জল/ফুটবল, বিশ্বকাপ ফুটবল।’ গানটির কথা ও সুর শফিক তুহিনের। সংগীতায়োজন করেছেন রাফি।
শফিক তুহিন জানান, শিগগরিই এটি সব টিভি চ্যানেলে প্রচার হবে।