ফেসবুকে আইডি খোলার শাস্তি ২০ বছরের জেল!
ফেসবুক প্রোফাইল খোলার অপরাধে আট ব্যক্তিকে ৭ থেকে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড দেওয়া হয়েছে! ঘটনাটি ঘটেছে ইরানে। ইরানে ফেসবুক বা অন্যান্য সোশাল নেটওয়ার্কিং সাইটগুলোকে ইসলাম বিরোধী এবং অনৈতিক কাজ ধরা হত। তাই ইরানে বহু আগেই এই সাইটগুলোতে নিষেধাজ্ঞা জারি করেছিল দেশের সরকার। এর আগেও কয়েক জনের এই অপরাধে জেল হয়েছিল। তবে সূত্রের খবর, শুধুমাত্র এই 'লঘু পাপে' জেলে পাঠালে 'গুরু দণ্ড' দেওয়ার ভয়ে অভিযুক্তদের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র ও প্রচার করার মতো অপরাধ জুড়ে দেওয়া হয়েছে। সাজাপ্রাপ্তদের মধ্যে ইরানে জন্মানো রোয়া সবেরিনেজাদ নামে এক ব্রিটিশ বংশোদ্ভূত মহিলাও রয়েছেন। এঁকে গত বছরে গ্রেফতার করে পুলিশ। ইনিও ২০ বছরের কারাদণ্ডে দণ্ডিত।