শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

পিরলো-বুফনের সেই খিদেটা আছেই

দুজনের সম্মিলিত বয়স ৭১। একজন ইতালির আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা। আরেকজন বিশ্বস্ত হাতে আগলাচ্ছেন ইতালির গোলপোস্ট। বলা হচ্ছে আন্দ্রেয়া পিরলো আর জিয়ানলুইজি বুফনের কথা। ২০০৬ সালে ইতালির চতুর্থ বিশ্বকাপ শিরোপা জয়ের পেছনে এ দুজনই রেখেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। আট বছর পেরিয়ে গেলেও শিরোপার জয়ের খিদেটা আগের মতোই আছে ইতালির এ দুই ‘বুড়োর’।
এবারের বিশ্বকাপ শুরুর সময় বুফনের বয়স ৩৬, পিরলোর ৩৫। ক্যারিয়ারের শেষ পর্যায়ে পৌঁছে গেলেও এখনো ধার কমেনি ইতালির দুই তারকা ফুটবলারের। এবারও ইতালির বিশ্বকাপ মিশনের প্রধান সেনানী এই দুই অভিজ্ঞ খেলোয়াড়। বুফন নিজেও উদগ্রীব হয়ে আছেন আরেকটি বিশ্বকাপ জয়ের জন্য। ‘আমি এখনো ক্ষুধার্ত’, দৃঢ় কণ্ঠেই বলেছেন ইতালিয়ান এই গোলরক্ষক।
‘ডি’ গ্রুপের মৃত্যুকূপ পেরোনোর জন্য ইতালিকে লড়তে হবে বিশ্বকাপজয়ী দুই দল ইতালি, ইংল্যান্ড ও কোস্টারিকার বিপক্ষে। গ্রুপ পর্বের বাধা অতিক্রম করাই যে অনেক কঠিন কাজ সেটা অস্বীকার করার কোনোই উপায় নেই। সেটা বুফনেরও মাথায় আছে। তবে ইতালির বিপক্ষে জিততে হলেও যে প্রতিপক্ষকে অনেক ঘাম ঝরাতে হবে সেটাও সবাইকে স্মরণ করিয়ে দিয়েছেন এ সময়ের অন্যতম সেরা এই গোলরক্ষক, ‘অন্যদের হারানোর কাজটা কঠিন। কিন্তু তাদেরও অনেক খাটতে হবে আমাদের হারানোর জন্য। আমরা খুব সহজেই কিছু ছেড়ে দেব না।’
২০০৬ সালের বিশ্বকাপে দারুণ ফর্মে ছিলেন বুফন। ফ্রান্সের বিপক্ষে ফাইনালে দারুণ দক্ষতায় ঠেকিয়েছিলেন জিদানের একটি হেড। পুরো টুর্নামেন্টে ইতালি হজম করেছিল মাত্র দুটি গোল। আক্রমণভাগে ঠিক একই রকম দুর্ধর্ষ হয়ে উঠেছিলেন পিরলো। সেমিফাইনালে ফ্যাবিও গ্রোসো ইতালির প্রথম গোলটি করেছিলেন পিরলোর সহায়তায়। ফাইনালেও ইতালির সমতাসূচক গোলটি এসেছিল পিরলোর নেওয়া কর্নার থেকে। দুই ম্যাচেই ম্যাচ-সেরার পুরস্কার উঠেছিল এই মিডফিল্ডারের হাতে। ২০০৬ সালে ইতালির বিশ্বকাপজয়ী কোচ মার্সেলো লিপ্পি বলেছিলেন, ‘পিরলো নীরবেই দলকে নেতৃত্ব দিয়ে যায়। সে তার পা দিয়েই কথা বলে।’
২০১১ সাল থেকে ক্লাব ফুটবলেও সতীর্থ বুফন-পিরলো। জুভেন্টাসের টানা তিনবার ইতালিয়ান লিগ জয়ের পেছনেও গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন এ দুই বুড়ো। এখন বিশ্বকাপ জয়ের আনন্দেও আবার একসঙ্গে মেতে উঠতে পারবেন কি না, সেটাই দেখার বিষয়।—এএফপি

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা