শনিবার, ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গুগলে হাজির বিশ্বকাপ

আর মাত্র চার দিন পরই শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের সবচেয়ে বড় আসর ‘ফিফা ফুটবল বিশ্বকাপ ২০১৪’। কে জিতবে, কে হারবে—সেই ভাবনা-তর্ক সর্বত্রই৷ আর প্রিয় দলের খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছেন ফুটবলভক্তরা। পিছিয়ে নেই প্রযুক্তি-দুনিয়ার সেরা সব প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোও। শুধু ফুটবল বিশ্বকাপ সামনে রেখে সহজে সব খবর পাওয়ার সুবিধা চালু করেছে বিশ্বখ্যাত সার্চ ইঞ্জিন গুগল। এমনিতেই সব খবর পেতে গুগলের দ্বারস্থ হবেন লাখো ব্যবহারকারী। তবে ব্যবহারকারীদের আরও সহজে বিশ্বকাপের খবর দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে গুগল।
সম্প্রতি গুগলের সামাজিক যোগাযোগের সাইট গুগল প্লাসে এ নিয়ে বিশেষ পোস্ট দিয়েছে গুগল। এতে বলা হয়েছে, #GoogleSearch বিশ্বকাপের সব ম্যাচের সময়সূচি, গ্রুপের সব তথ্যসহ প্রয়োজনীয় সবকিছুই সহজে দেখাবে। ইতিমধ্যে এ সেবা শুরু হয়ে গেছে বলেও পোস্টে উল্লেখ করা হয়। চাইলে গুগলে শুধু World Cup লিখে তথ্য খুঁজলেই চলে আসবে পরবর্তী ম্যাচের খবর, কখন ও কোথায় হবে ইত্যাদি। আবার World Cup Fixture 2014 লিখে সার্চ করলে পুরো খেলার তালিকায়ই চলে আসবে। এ ছাড়া প্রিয় দলের খেলার ফলাফল, দলের সর্বশেষ খবর, গুরুত্বপূর্ণ খেলা—সব খবরই পাওয়া যাবে গুগলে। এ ছাড়া নির্দিষ্ট দলের খেলাগুলো সম্পর্কে বিস্তারিত জানতে গুগলে ওই দলের নাম বনাম বিপক্ষ দলের নাম (যেমন: Brazil v Croatia) লিখে সার্চ করলেও দল দুটির সব খবর, ম্যাচের বিস্তারিত, কোথায় ও কখন হবে, তা সহজে বিশেষ পদ্ধতিতে দুই দেশের পতাকাসহ চলে আসবে চোখের সামনেই। অন্যান্য সুবিধার পাশাপাশি গ্রাহকদের সহজ তথ্যসেবা দিতেই গুগলের এমন উদ্যোগ বলে জানা গেছে। একই পদ্ধতিতে স্মার্টফোনে গুগল সার্চ ব্যবহার করেও একই সুবিধাগুলো পাওয়া যাবে। —গুগল প্লাস

এ জাতীয় আরও খবর

আম দিয়ে পাটিসাপটা

গাজায় মৃত্যু ৩৪ হাজার ছাড়াল

আজ রাতে তীব্র ঝড়ের আশঙ্কা, হুঁশিয়ারি সংকেত

রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেলের ৩ আরোহী নিহত

চেন্নাইকে বড় ব্যবধানে হারিয়ে জয়ে ফিরলো লখনৌ

১৩ জেলায় তীব্র তাপপ্রবাহ, গরম থেকে সহসাই মুক্তি মিলছে না

২৩ নাবিকের ভয়ংকর ৩৩ দিন

তীব্র তাপপ্রবাহ, শিক্ষাপ্রতিষ্ঠান আরও ৭ দিন বন্ধের দাবি

মালয়েশিয়ায় বাংলাদেশি শ্রমিকদের মানবাধিকার রক্ষা করতে হবে: জাতিসংঘ বিশেষজ্ঞরা

বিদেশ থেকে শ্রমিক নেওয়ার বিধিনিষেধ তুলে দিলো কুয়েত

ডেকোরেটরকে নিবন্ধন নিতে হবে দক্ষিণ সিটি থেকে

কৃষক লীগকে শহরে আটকে না রেখে গ্রামে নিয়ে যাওয়া ভালো : ওবায়দুল কাদের