সোমবার, ১১ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ ২৬শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ

আগামীকাল সকাল থেকে সিনজি স্টেশনে অনির্দিষ্টকালের ধর্মঘট

CNG Stationদেশের সিএনজি স্টেশনগুলোতে আগামীকাল রবিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হচ্ছে। বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্শন ওনার্স এসোসিয়েশন ৭ দফা দাবি বাস্তবায়নের দাবিতে এ ধর্মঘটের ডাক দিয়েছে।ঘর্মঘটীদের পক্ষে বলা হয়েছে, সিএনজি স্টেশন মালিকরা দীর্ঘদিন ধরে ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য নিয়মতান্ত্রিক আন্দোলন চালিয়ে আসছে। এগুলোর মধ্যে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় গত ৩১ ডিসেম্বর পেট্রোবাংলাকে ৫ দফা দাবি বাস্তবায়নের নির্দেশনা দেয়। কিন্তু সেই সুপারিশ বাস্তবায়ন করা হয়নি। এমন পরিস্থিতিতে সিএনজি স্টেশন মালিকদের পক্ষে স্টেশন পরিচালনা করা একেবারেই অসম্ভব হয়ে পড়েছে।তাই গত ১০ মে অ্যাসোসিয়েশনের সাধারণ সভায় আগামীকাল ৮ জুন রবিবার সকাল ৬টা থেকে দেশের সব সিএনজি স্টেশনে ধর্মঘট পালনের সিদ্ধান্ত নেওয়া হয়।

এ জাতীয় আরও খবর