বৃহস্পতিবার, ২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

নামায হল সর্বোত্তম আমল

namazমোঃ রাসেল মিয়া: হযরত ইবনে মাছউদ (রাযিয়াল্লাহ তায়লা আনহু) হতে বর্ণিত তিনি বলেন আমি নবী করীম (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) কে জিজ্ঞাসা করলাম আল্লাহর নিকট সর্বাধিক পছন্দনীয় আমল কোনটি? উত্তরে রাসূল পাক (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) বললেন, সময় মত নামায পড়া। আমি বললাম অতঃপর কোনটি? তিনি বললেন, মা-বাবার সহিত সদ্ব্যবহার করা। আমি আবার বললাম তারপর কোনটি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদ করা। হযরত ইবনে মাছউদ (রাযিয়াল্লাহ তায়লা আনহু) বলেন, হুজুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমাকে এই কথাগুলো বলেছেন। আমি যদি আরও জিজ্ঞাসা করতাম হুজুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) আমকে আরও বলতেন।–মাআরেফ মেশকাত শরীফ।