রবিবার, ২৬শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১২ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

মাদক নিরাময় কেন্দ্রে যুবক খুন, আটক চার

00001বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ভাদুঘরে কৃপা নামক একটি মাদক নিরাময় কেন্দ্রে রতন মিয়া (২৪) নামে এক যুবক খুন হয়েছে। রতন শহরের মধ্য পাড়ার বাসিন্দা। গত বুধবার রাতে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৪জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, কৃপা মাদক নিরাময় কেন্দ্রের একটি কক্ষে রতনসহ চার যুবক চিকিৎসাধীন ছিল। তাদের মধ্যে তুচ্ছ বিষয় নিয়ে বাদানুবাদ হয়। এর জের ধরে নাইম, ইউসুফ ও জাবেদ রতনকে গলায় ফাঁস দিয়ে হত্যা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকেই তাদের আটক করে। আটকের পর তারা তিনজনই হত্যার বিষয়টি স্বীকার করেছেন। এদের মধ্যে নাইমের বাড়ি সদর উপজেলার চিনাইর গ্রামে, ইউসুফের বাড়ি কোড্ডা গ্রাম ও জাবেদের বাড়ি সুলতানপুর এলাকায়। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আটককৃত অন্যজন হলেন, লাইসেন্সবিহীণ ভাবে ওই মাদক নিরাময় কেন্দ্রটির মালিক মধ্যপাড়ার বাসিন্দা মো. মাসুম। উল্লেখ্য, এর আগে ‍‍‍‍‌‌"মন" নামক একটি মাদক নিরাময় কেন্দ্র পরিচালনা করতেন তিনি। সেখানেও ওক যুবকের মৃত্যু হয়। ওই হত্যা্ মামলায় বর্তমানে জামিনে রয়েছে মাসুম।