ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস পরিষদ গঠিত
ব্রাহ্মণবাড়িয়া জেলার ইতিহাস প্রণয়নের লক্ষে শুক্রবার শহিদ ধীরেন্দ্রনাথ স্মৃতি পাঠাগারে জেলার ইতিহাস গবেষকদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে জয়দুল হোসেনকে আহবায়ক ও জহিরুল ইসলাম স্বপনকে সদস্যসচিব করে ১৯ সদস্য বিশিষ্ট ব্রাহ্মণবাড়িয়া ইতিহাস পরিষদ গঠিত হয়। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ,আবু কামাল খন্দকার , সাজেদুল ইসলাম, কবি মহিবুর রহিম, মানিক রতন শর্মা, তৌফিক আহমেদ তফছির , জালাল উদ্দিন বিপ্লব, মোঃ শাহজাহান সোহেল , ফারুক আহমেদ ভূইয়া, রতন লাল দে, জামিনুর রহমান, শেখ জাহাঙ্গির , ডাঃ সঞ্জীব সূত্রধর এবং আনিসুল হক রিপন প্রমূখ। সভায় বক্তারা জেলার সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা কামনা করেছেন। এতে জেলার প্রত্যন্ত অঞ্চলের তৃণমূল পর্যায়ে ইতিহাস-ঐতিহ্যের তথ্য-উপাত্ত সংগ্রহের বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।