শুক্রবার, ২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

১০ বছর পর নবীনগর আওয়ামী লীগের সম্মেলন ঢাকায় তৈরি হয়েছে কমিটি!

nabinagorপ্রায় দশ বছর পর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হচ্ছে আজ শুক্রবার। উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে কারা আসছেন এনিয়ে সরব দলের নেতাকর্মী আর সমর্থকরা বেশ কিছুদিন ধরেই। তবে দলের একটি সূত্র জানিয়েছে, নতুন কমিটির গুরুত্বপূর্ণ পদে কারা আসছেন তা ঠিকঠাক হয়ে গেছে ঢাকাতেই। আজ শুধু আনুষ্ঠানিক ঘোষণা। এই সূত্রটি জানায়, উপজেলা আওয়ামী লীগ এবং অন্যান্য সহযোগী সংগঠন কমিটি করার বিষয়ে সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলকে পুরো কর্তৃত্ব দেন। এরপর ঢাকায় বসে কমিটি ঠিকঠাক করা হয়। সংসদ সদস্য নিজে সভাপতি আর বর্তমান আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক এমএ হালিমকে রাখা হয়েছে সাধারণ সম্পাদক পদে। এছাড়া,  সাংগঠনিক সম্পাদকের ৩টি পদে শুক্কুর খান, মোশাররফ হোসেন ও শফিকুল ইসলামকে রাখা হয়েছে বলে ঐ সূত্র জানায়। যদিও সাধারণ নেতাকর্মীদের মধ্যে আজ সম্মেলনে সংসদ সদস্য শিল্পপতি ফয়জুর রহমান বাদল, ঢাকার বঙ্গবন্ধু মঞ্চের চেয়ারম্যান নিয়াজ মো. খান, যুগ্ম আহ্বায়ক আবদুল হালিম সভাপতি প্রার্থী হচ্ছেন বলে আলোচনা রয়েছে। আর সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ নেতা এডভোকেট শিব শংকর দাস, জহির উদ্দিন চৌধুরী ও জসিম উদ্দিনের নাম রয়েছে আলোচনায়। নবীনগর প্রতিনিধি শ্যামা প্রসাদ চক্রবর্তী জানিয়েছেন, ২০০৪ সালের ৬ই ফেব্রুয়ারি সর্বশেষ সম্মেলন হয় এই উপজেলা আওয়ামী লীগের। এরপর কিছুদিন না যেতেই ব্যাপক কোন্দলের মুখে এই কমিটি ভেঙে দেয়া হয়। ২০০৬ সালের ৩রা সেপ্টেম্বর ঠিকাদার আবদুর রউফকে আহ্বায়ক, আবদুল হালিম, হাবিবুর রহমান, বোরহান উদ্দিনকে যুগ্ম-আহ্বায়ক করে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। কিন্তু দু-গ্রুপের বিরোধে একাধিকবার সম্মেলন করার চেষ্টা ব্যর্থ হয়। ইউনিয়ন কমিটি গঠন করতে গিয়ে বিরোধে জড়িয়ে পড়ে দু-গ্রুপ। স্থানীয় নবীনগর পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আজ সম্মেলনের উদ্বোধন করবেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ প্রশাসক এডভোকেট সৈয়দ একেএম এমদাদুল বারী। এতে প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্বাহী সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। আহ্বায়ক কমিটির সদস্য এডভোকেট শিব শংকর দাস জানান, উপজেলার মোট ২১টি ইউনিয়নের মধ্যে ১৯টি ইউনিয়নে সম্মেলন হয়েছে।

sammalon

এ জাতীয় আরও খবর

‘ভোটে ১ কোটি ২৬ লাখ টাকা খরচ হয়েছে, এটা আমি তুলবই’

পৃথিবীর বৃহত্তম দুর্নীতিতে বিজেপি: ভারতের অর্থমন্ত্রীর স্বামীর মন্তব্য

কুড়িগ্রামের খাবারে বেজায় খুশি ভুটানের রাজা

জায়েদ খানের নায়িকা হচ্ছেন ভারতের পূজা ব্যানার্জি

ঈদের ছুটি নিয়ে দুশ্চিন্তায় চাকরিজীবীরা

রেল কারো ব্যক্তিগত সম্পত্তি নয় : রেলমন্ত্রী

‘জলবায়ু সহনশীল মৎস্য চাষ প্রযুক্তি উদ্ভাবনে পদক্ষেপ নেওয়া হচ্ছে’

তৃতীয় দফায় গ্রাহকদের টাকা ফেরত দিল ইভ্যালি

চার বছরে মাধ্যমিকে ১০ লাখ শিক্ষার্থী কমেছে

‘নন-লেথাল অস্ত্র ব্যবহার না হলে সীমান্ত হত্যা আরো বাড়ত’

দূষণে বছরে অকাল মৃত্যু হচ্ছে পৌনে ৩ লাখ বাংলাদেশির

কালোজিরা খাওয়ার ৫ উপকারিতা