শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জের ব্যাগ ফ্যাক্টরির স্টোরকিপার হত্যা

lasআশুগঞ্জের কলাবাগানে ব্যাগ ফ্যাক্টরির  স্টোরকিপারকে হত্যার অভিযোগ করেছে নিহতের পরিবার। নিহতের নাম নাজমুল হক পারভেজ (৪০)। সে জেলার নবীনগর উপজেলার হরিপুর গ্রামের আবুল হক মাস্টারের ছেলে। গতকাল সকালে লাশ ময়নাতদন্তের জন্য পুলিশ লাশ মর্গে পাঠিয়েছে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত এক বছর যাবৎ আশুগঞ্জ কলাবাগানে ডেনিয়াল করপোরেশনের স্টোরকিপার পদে চাকরি করতেন নাজমুল হক পারভেজ। চাকরির সুবাদে তিনি ফ্যাক্টরিতেই থাকতেন। প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার রাতে তার রুমে ঘুমানোর পর বুধবার সকাল থেকে  কোন খোঁজ পাওয়া যায়নি। দীর্ঘ সময় ফোন করার পর তার মোবাইল ফোন রিসিভ না করায় তার ফ্যাক্টরিতে গিয়ে দেখেন তার রুমের দরজা বন্ধ। পরে পুলিশ এসে দরজা ভেঙে তাকে মৃত দেখতে পান এবং নিহতের শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন দেখতে পান। নিহতের স্ত্রী হেপি আক্তার জানান, বুধবার সকাল থেকে সারাদিন আমার স্বামী নাজমুল হক পারভেজের মোবাইল ফোন রিসিভ না করায় আমাদের সন্দেহ হয়। পরে ফ্যাক্টরিতে এসে দেখি তাকে খুন করা হয়েছে। গত ১৩ই এপ্রিল আশুগঞ্জের শরিফপুরের নূরুল ইসলামের মেয়ে হেপি আক্তারের সঙ্গে নবীনগরের হরিপুর গ্রামের আবুল হক মাস্টারের ছেলে নাজমুল হক পারভেজের বিয়ে হয়। বিয়ের দেড় মাস না পেরোতেই খুন হলেন নাজমুল হক পারভেজ। হেপি আরও জানান, তার স্বামী প্রায়ই বলতো তার অনেক শত্রু আছে। আমার স্বামীর সঙ্গে মঙ্গলবার দুপুর ১টায় যখন মোবাইলে কথা হয় তখন তিনি আমাকে জানান তিনি খুব ঝামেলায় আছেন। পরে কথা বলবেন। এসময় মোবাইলে অনেক চিল্লাচিল্লির কথা শুনেছি। আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর জানান, নিহতের শরীরে লাল চিহ্ন রয়েছে। তবে আমাদের তদন্ত চলছে। এটি হত্যা নাকি অন্য কিছু ময়নাতদন্ত  রিপোর্ট পেলে ব্যবস্থা নেয়া হবে। এদিকে, ডেনিয়াল করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক হাবিবুর রহমান জানান, ঘটনাটি খুবই দুঃখজনক। বিষয়টি নিয়ে আমরা খুবই চিন্তিত। তবে নাজমুল হক পারভেজ যদি খুন হয়ে থাকেন। তা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে ফসল কর্তন উৎসব ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত

স্বাস্থ্যসম্মত উপায়ে পশুপালন ও মাংস প্রক্রিয়াকরণের তাগিদ

সরাইলে আধিপত্য বিস্তার নিয়ে দ্বিমুখী সংঘর্ষ, আহত অর্ধশত

কমলার চেয়ে বেশি ভিটামিন সি আছে যেসব খাবারে

ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনা: দুই মেয়ে-জামাই ও নাতি-নাতনিদের হারিয়ে পাগলপ্রায় বৃদ্ধ

সাত বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

বাস-অটোরিকশার সংঘর্ষে সঙ্গীত শিল্পী ‘পাগলা হাসান’সহ নিহত ২

জাতির পিতা বেঁচে থাকলে বহু আগেই বাংলাদেশ আরও উন্নত হতো : প্রধানমন্ত্রী

এখনও কেন সিঙ্গেল মিমি? 

থাইল্যান্ড সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

গলায় ঢুকে গেল জীবন্ত কৈ মাছ, অতঃপর…

৮৭ হাজার টাকার মদ খান পরীমণি, পার্সেল না দেওয়ায় চালান তাণ্ডব