আখাউড়ায় ভারতীয় আতশবাজি উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার পৌরশহরের বাইপাস সড়ক এলাকা থেকে ভারতীয় আতশবাজি উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে আতশবাজিগুলো উদ্ধার করা হয়।
বিজিবি-১২ ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল সালাউদ্দিন খালেদ বিষয়টি নিশ্চিত করেছে।
বিজিবি সূত্র গেছে, আখাউড়া আইসিপি ক্যাম্পের নায়েক সুবেদার আবু সাঈদসহ একদল টহলরত বিজিবি সদস্যরা সকালে পৌরশহরের নারায়ণপুর বাইপাস সড়ক এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ৫০০ পিস ভারতীয় আতশবাজি উদ্ধার করে।
পরে, বিজিবি সদস্যরা উদ্ধারকৃত আতশবাজি প্রায় ৭৭ হাজার টাকা মূল্য নির্ধারণ করে আখাউড়া শুল্ক গুদামে জমা দেয়।