দুয়ারে কড়া নাড়ছে ফুটবল বিশ্বকাপ। কীভাবে প্রতিটি খেলার খোঁজখবর রাখবেন? একজন ফুটবলপ্রেমী হিসেবে আপনি নিশ্চয়ই শুধু টিভিতে খেলা দেখার আশায় বসে থাকবেন না! আপনার আরও তথ্য জানার দরকার হতে পারে। খুঁটিনাটি ও হালনাগাদ তথ্য জানতে চান আপনার কাছের বন্ধু হতে পারে স্মার্টফোন। স্মার্টফোনের অ্যাপ্লিকেশনের মাধ্যমেই আপনি হাতের কাছে পেয়ে যাবেন প্রয়োজনীয় সব তথ্যই।
গত চার বছর ধরেই যাঁরা ফুটবল বিশ্বকাপের জন্য অপেক্ষায় আছেন তাঁরা নিশ্চয়ই প্রিয় দল বা তারকাকে ফেসবুক বা টুইটারে অনুসরণ করা শুরু করেছেন। ভাগ্যবান কেউ হয়তো ব্রাজিলেও যাচ্ছেন। বিশ্বকাপ এখন আর কেবল টিভিতে দেখার কোনো অনুষ্ঠান হিসেবেই সীমাবদ্ধ নেই। আপনি স্মার্টফোন, ট্যাব বা কম্পিউটারে খেলার বিভিন্ন তথ্য পেতে আগ্রহী আপনি। মাল্টিটাস্কিংয়ের এই দুনিয়াতে খেলার খবর পড়া, খেলার হালনাগাদ তথ্য জানতেও আপনার মন চাইবে।
খেলার দিনক্ষণ মনে রাখার জন্য প্রয়োজনীয় একটি অ্যাপ্লিকেশন হচ্ছে ‘দ্য ক্যালেন্ডার’। ফুটবল প্রেমী হলে ওয়ার্ল্ড কাপে গুরুত্বপূর্ণ ম্যাচের দিন ক্ষণ হয়তো অনেকেই স্মরণে রাখেন। তারপরও মনে করিয়ে দিতে স্মার্টফোনের ‘পকেট ওয়ার্ল্ড কাপ শিডিউল’ ( http://pocketworldcupschedule.info/index.html ) ব্রাউজারে বুকমার্ক করে রাখতে পারেন। এটি একটি ওয়েব পেজ যেখান থেকে আপনি সহজেই বিশ্বকাপের শিডিউল জেনে নিতে পারবেন। মোবাইল ফোন ও ট্যাবলেটের জন্য এটি ভালো একটি টুল। এর জন্য আলাদাভাবে কোনো কিছু ইনস্টল করার প্রয়োজন পড়বে না।
খেলার ফল রিয়েল টাইমে জানার জন্য অনেক অ্যাপ্লিকেশনই পাবেন। ওয়েব, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ, আইফোন ও আইপ্যাডের জন্য ‘লাইভস্কোর’ ( https://play.google.com/store/apps/details?id=com.livescore ) ভালো একটি অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি স্কোর জানানোর পাশাপাশি মাঠের খেলার সব তথ্য সরবরাহ করবে। এ ছাড়াও খেলার বিভিন্ন উপাত্ত, ক্যালেন্ডারসহ বিভিন্ন তথ্য দিয়ে আপনাকে আপডেট রাখবে।
ওয়ার্ল্ড কাপের সময় অ্যান্ড্রয়েড, আইফোন ও আইপ্যাডের জন্য আরেকটি ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে সোফা ২০১৪ ওয়ার্ল্ড কাপ লাইভ স্কোর ( https://play.google.com/store/apps/details?id=com.sofascore.android )। স্কোর জানানোর পাশাপাশি সোফাস্কোর অ্যাপ্লিকেশনটি এই টুর্নামেন্ট সম্পর্কে আরও গুরুত্বপূর্ণ তথ্য জানাবে।
বিশ্বকাপের তথ্য জানতে ফিফার অফিশিয়াল অ্যান্ড্রয়েড, আইপ্যাড ও আইফোন অ্যাপ্লিকেশনটির চেয়ে আর কী ভালো হতে পারে? এই অ্যাপ্লিকেশনটি ( http://www.fifa.com/mobile/ ) থেকে বিশ্বকাপের তথ্য, খবর, বিশ্লেষণ এমনকি ভিডিও দেখতে পারবেন। শুধু অ্যান্ড্রয়েডের জন্য খেলার তথ্য জানার গুরুত্বপূর্ণ একটি অ্যাপ্লিকেশন হচ্ছে ওয়ার্ল্ড কাপ ২০১৪ ব্রাজিল ( https://play.google.com/store/apps/details?id=com.jalvasco.football.worldcup ) ফিফা অ্যাপ্লিকেশনটির মতো এতে ছবি, ভিডিও ও খবরও পড়া যাবে। এ ছাড়াও বিশ্বকাপের ইতিহাসও এই অ্যাপ্লিকেশন থেকে জেনে নেওয়া যাবে। এবারের বিশ্বকাপে ইএসপিএনও বসে নেই। এফসি সকার অ্যান্ড ওয়ার্ল্ড কাপ অ্যাপ ( https://play.google.com/store/apps/details?id=com.espn.fc ) প্রতিটি ম্যাচ ও খেলোয়াড়ের খুঁটিনাটি জানতে আপনাকে সাহায্য করবে। এখানে ভিডিও হাইলাইটসও দেখা যাবে। এ ছাড়া ইএসপিএনের খবর, লাইভ আপডেট ও বিশ্লেষণ তো পাবেন। নিউজ ও খেলার লাইভ আপডেট তো আছেই। স্মার্টফোনকে ফুটবলের সাজে সাজানোর জন্য অ্যাডিডাস ২০১৪ ফিফা ওয়ার্ল্ড কাপ এলডব্লিউপি (https://play.google.com/store/apps/details?id=cellfish.adidas ) নামের অ্যাপটি কাজে লাগানো যেতে পারে। এটি মূলত লাইভ ওয়ালপেপার ও ক্লক উইজেট অ্যাপ।
সতর্ক থাকুন
অ্যান্টি-ভাইরাস নির্মাতা প্রতিসমান অ্যাভাস্টের গবেষকেরা জানিয়েছেন, বিশ্বকাপ উপলক্ষে গুগল প্লে স্টোরে সন্দেহজনক অ্যাপ্লিকেশন দেখা যাচ্ছে। এসব অ্যাপ্লিকেশনে ফুটবল বিশ্বকাপের নানা তথ্য দেওয়ার কথা বলা হলেও আদতে অ্যাপ্লিকেশনগুলো মোটেও কাজের নয়। এ ছাড়া এসব অ্যাপ্লিকেশন ব্যবহারকারীদের কাছ থেকে অতিরিক্ত ব্যক্তিগত তথ্য চাইতে পারে। এমন একটি অ্যাপ্লিকেশন হচ্ছে ‘কর্নার কিক ওয়ার্ল্ড কাপ ২০১৪’। অ্যাপ্লিকেশনটি শুধু বিজ্ঞাপন দেখানো ছাড়া আর কোনো কাজ করে না। এ ছাড়া ‘ফিফা ২০১৪-ফ্রি ওয়ার্ল্ড কাপ’ অ্যাপটিও সন্দেহজনক। যেসব অ্যাপ্লিকেশন অতিরিক্ত তথ্য চাইবে সেগুলো ডাউনলোড না করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। ফুটবল বিশ্বকাপের অ্যাপ্লিকেশন ডাউনলোড করার আগে অ্যাপ্লিকেশনের রিভিউ পড়ে নেওয়ারও পরামর্শ অ্যাভাস্টের বিশেষজ্ঞদের। ফুটবল বিশ্বকাপের আপডেট জানতে ফিফা অফিশিয়াল অ্যাপ্লিকেশনটিই সবচেয়ে ভালো বলে তাঁদের মত।