শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন

ARREST_2540291bবার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ায় কিশোরীকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মিলন মিয়া (২৭) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. জাকির হোসেন এ রায় দেন। মিলন মিয়া জেলার বিজয়নগর উপজেলার বৈষ্ণবপুর গ্রামের মাসুদ মিয়ার ছেলে। মিলন বর্তমানে পলাতক রয়েছেন। আদালত সূত্রে জানা যায়, ২০০২ সালের ১৮ ফেব্রুয়ারি একই গ্রামের একটি মেয়েকে অপহরণ করে তিতাস নদীর পাড়ে নিয়ে ধর্ষণ করেন মিলন। এ ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা হলে পুলিশ দীর্ঘ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। দীর্ঘ শুনানি শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন।

এ জাতীয় আরও খবর