মঙ্গলবার, ২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১০ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ম্যাচের আগে ‘নো সেক্স’

no sexনির্দেশ অথবা পরামর্শটা মাঠ অথবা টেলিভিশনের দর্শকদের জন্যে নয়, খেলোয়াড়দের জন্যে৷ অর্থাৎ সেই পুরনো বিতর্ক: ভালো পার্ফর্মেন্সের জন্য নারীসঙ্গ থেকে দূরে থাকা ভালো কিনা৷

মজার কথা, যতোবার বিশ্বকাপ আসে, ততবারই বিষয়টা যেন আবার মাথা চাড়া দেয়, যেমন এবার অ্যাসোসিয়েটেড প্রেসের একটি নাতিদীর্ঘ প্রতিবেদনে৷ বিষয়টা একই: ম্যাচের আগের দিন রাত্রে সেক্স ভালো না মন্দ৷ প্রতিবারই কোনো না কোনো কোচ এ বিষয়ে মন্তব্য করে বিপাকে পড়েন, যেমন এবার মেক্সিকোর কোচ মিগুয়েল হেরেরা৷

হেরেরা গতমাসে একটি সংবাদপত্র সাক্ষাৎকারে বলেন যে, তার প্লেয়াররা বিশ্বকাপ চলাকালীন যৌন সম্ভোগ থেকে বিরত থাকবে বলে তিনি আশা করেন৷ সঙ্গে সঙ্গে মেক্সিকোর গণমাধ্যমে বিতর্ক শুরু হয়ে যায়, এমনকি হেরেরা ব্যাখ্যা দিতে বাধ্য হন যে, তিনি পুরোপুরি সেক্স বর্জন করার কথা বলছিলেন না, শুধু প্লেয়ারদের একটু সংযত হতে বলছিলেন৷

এক্ষেত্রে ব্রাজিলের কোচ লুইজ ফেলিপে স্কোলারি পাকা লোক: তিনি গোড়া থেকেই তার প্লেয়ারদের শয়নকক্ষে ‘‘অ্যাক্রোব্যাটিক্স”, মানে কসরতবাজি থেকে বিরত থাকতে বলেছেন৷ আবার প্লেয়ারদের দৃষ্টিকোণ থেকে ব্যাপারটা একটু অন্যরকম দেখাতে পারে: নব্বই-এর দশকের কলম্বিয়ান ফুটবল তারকা কার্লোস ভাল্ডেরামা একবার বলেছিলেন যে, তার ক্যাপটেন্সি চলাকালীন যদি মেক্সিকোর প্লেয়ারদের উপর বাধ্যতামূলক কৌমার্য্য চাপানো না হতো, তাহলে মেক্সিকো বিশ্বকাপে আরো ভালো ফল করতে পারতো৷

অপরদিকে, আজ থেকে দু’হাজার বছরের বেশি আগে প্রাচীন গ্রিকদের ধারণা ছিল যে, মল্লযোদ্ধারা ব্রহ্মচর্য পালন করলেই নাকি তাদের আগ্রাসী মনোভাব ঠিকমতো বজায় থাকে৷ শিল্পকলার ক্ষেত্রে ইটালির অমর ভাষ্কর মিকেলআঞ্জেলোর ধারণাও ছিল তাই: মহিলাদের সঙ্গে সহবাস করলে শিল্পসৃষ্টিতে পুরো উদ্যম ও শক্তি নিয়োগ করা যায় না৷

আধুনিক যুগে স্বভাবতই পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হয়েছে, কথাটা কতটা সত্যি কিংবা সত্যি নয়৷ ১৯৯৫ সালের একটি পরীক্ষায় দেখা গেছে, ট্রেডমিলে এক্সারসাইজ করার ক্ষেত্রে অ্যাথলিট তার আগের বারো ঘণ্টায় যৌন সম্পর্ক উপভোগ করেছেন কিনা, তাতে কিছু আসে যায় না৷ ২০১৩ সালে ক্যানাডার মন্ট্রিয়ল বিশ্ববিদ্যালয়ের গবেষকরা যাচাই করে দেখেছেন যে, প্রতিবার যৌন সম্পর্কে ‘মাত্র’ ১০০ ক্যালোরি এনার্জি খরচ হয়৷

অপরদিকে বহু ক্রীড়াবিদ ও বিশেষজ্ঞের বক্তব্য হল, যৌন সম্ভোগের ফলে ‘স্ট্রেস’ কমে এবং ঘুম ভালো হয়, বড় খেলার আগে খেলোয়াড়দের যা প্রয়োজন৷ আসলে খেলোয়াড়দের বিপদ সেক্স থেকে নয়, বরং ‘পার্টি’ থেকে: অর্থাৎ খেলার আগের দিন বহুরাত অবধি মদ্যপান ও নাচানাচি, যে ধরনের পার্টিতে বারবনিতাদের থাকাটাও আশ্চর্য নয়৷ স্পেনের প্লেয়াররা নাকি গতবছরের কনফেডারেশনস কাপে ঠিক এইভাবেই হেরেছিলেন বলে কোলেঙ্কারি শোনা যায়৷

মোদ্দা কথা, ফুটবলের আগে কিংবা পরে সেক্স নিয়ে আজও যে বিতর্ক চলেছে, সেটাই হলো খেলাধুলার জগতে সেক্সিজম, বিশেষ করে পুরুষদের যৌনতামূলক মনোভাবের শ্রেষ্ঠ প্রমাণ৷ ওদিকে মহিলাদের টেস্টোস্টেরোন হর্মোনের মাত্রা কিছুটা কম হওয়ার ফলেই হোক আর যে কারণেই হোক, ফাইনাল খেলার আগে মহিলা খেলোয়াড়দের কুমারিত্ব নিয়ে আজ অবধি কারো মাথা ঘামানোর প্রয়োজন পড়েনি৷-এএফপি

এ জাতীয় আরও খবর

হাওরের কচুরিপানা দিয়ে তৈরী হচ্ছে ‘ জলকমল’খ্যাত জৈবসার

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় নিহত ৪

গুলিতে ইউএনও অফিসের আনসারের মৃত্যু, নিজেই গুলি চালান বলে দাবি

কাতারের আমিরকে লালগালিচা অভ্যর্থনা, সফরসূচিতে যা থাকছে

বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে চুয়েটের দুই শিক্ষার্থী নিহত

নাসিরনগরে ১৯টি সেচ্ছাসেবী সংগঠনের মিলন মেলা

খরার ঝুঁকিতে পড়েছে রংপুর অঞ্চল : চাষাবাদে নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা

চীনে ভয়াবহ বন্যা, সরিয়ে নেওয়া হলো হাজার হাজার মানুষকে

সুইমিংপুলে গোসলে নেমে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

ঢাকায় পৌঁছেছেন কাতারের আমির

ইসরায়েলের সামরিক গোয়েন্দাপ্রধানের পদত্যাগ

গরমের সংবাদ পড়ার সময় গরমেই অজ্ঞান উপস্থাপিকা!