শনিবার, ২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ বৃহস্পতিবার

bajutঅর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার চলতি অধিবেশনে ২০১৪-১৫ অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন। বিকেল সাড়ে ৩ টায় প্রতিবছরের ন্যায় এবারও প্রজেক্টরের মাধ্যমে বাজেট বক্তৃতা ‍শুরু করবেন অথর্মন্ত্রী।

দেশের ইতিহাসে এটি ৪৪তম বাজেট। আর আবদুল মুহিত ৮ম বারের মতো বাজেট পেশ করতে যাচ্ছেন ।  

 বৃহস্পতিবার অর্থমন্ত্রী বাজেটের বিভিন্ন দিক ছাড়াও এবছর ডিজিটাল বাংলাদেশের পথে অগ্রগতি, নারী উন্নয়নে মন্ত্রণালয়গুলোর কার্যক্রম, বিদ্যুৎ ও জ্বালানি খাতের অগ্রগতি এবং রেলযোগাযোগ ব্যবস্থা ও পরিকল্পনা কমিশন প্রণীত বার্ষিক উন্নয়ন কর্মসূচি-২০১৪-১৫ এর একটি দলিল এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ প্রণীত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসমূহের কার্যাবলী-২০১৩-১৪ জাতীয় সংসদে পেশ করবেন বলে জানা গেছে।

 মঙ্গলবার ৩ জুন জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে। দশম সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম বাজেট এটি। 

 বাজেটের বিভিন্ন দিক তুলে ধরতে বরাবরের মতো এবারো বাজেট উপস্থাপনের পরদিন অর্থাৎ শুক্রবার সংবাদ সম্মেলন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।



সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, গত বছরের মতো এবারও ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে বাজেট প্রস্তাবনা ও বক্তৃতা উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। সরকার ও বিরোধী দলের সদস্যদের আলোচনা শেষে আগামী ২৯ জুন বাজেট পাস হবে। প্রস্তাবিত বাজেট নিয়ে ৪৫ ঘন্টা আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে। বৃহস্পতিবার বাজেট অনুমোদনে মন্ত্রিপরিষদের এই বৈঠক অনুষ্ঠিত হবে। 

আগামী ২০১৪-১৫ অর্থ-বছরের জন্য প্রস্তাবিত বাজেট, অর্থবিল-২০১৪ ও চলতি অর্থ-বছরের সম্পূরক বাজেট অনুমোদন দিতে বৃহস্পতিবার বৈঠক করবে মন্ত্রিপরিষদ। সংসদ ভবনে দ্বিতীয় লেভেলের কেবিনেট কক্ষে দুপুর একটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করবেন। 



মন্ত্রিপরিষদের বৈঠকের পর রাষ্ট্রপতির সম্মতি নিয়ে অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করবেন। 

বাজেট উত্থাপনের দিন উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তিনি সংসদ ভবনস্থ দপ্তরে বসে বাজেট বক্তৃতা শুনবেন। এর আগে তিনি প্রস্তাবিত বাজেটের উপর সম্মতি জ্ঞাপন করবেন। এদিকে রাষ্ট্রপতির আগমনকে সামনে রেখে প্রয়োজনীয় প্রস্ততি নেওয়া হয়েছে। সংসদ ভবনের ৭ম তলায় রাষ্ট্রপতির দপ্তরটি নতুন করে সাজানো হয়েছে। – See more at: 

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদী ছাড়া কারও সঙ্গে শত্রুতা থাকবে না : উপদেষ্টা আসিফ

ভোটের অধিকার ফেরাতে জনগণকে দৃঢ় সংকল্পের আহ্বান তারেক রহমানের

গণপরিষদ নির্বাচনের জন্য প্রস্তুতি নিন : নাসিরুদ্দিন পাটোয়ারী

খুবি শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি করে হত্যা

‘তুমি আমার জীবনের রামধনু’

বাংলাদেশ সীমান্তে বিএসএফের ‘অপস অ্যালার্ট’, মহড়াসহ আরও যা হবে

ওমরাহ যাত্রীদের টিকার জট কাটছে দেশীয় ইনগোভ্যাক্সে

মিরসরাইয়ে শিক্ষার্থীদের নিয়ে খাদে পড়ে গেলো পিকনিকের বাস

চলন্ত ট্রেনে অ্যালাউন্স ছাড়া অন্য কোনো ভাতা পাবেন না রেলকর্মীরা

ফি কমলেও বিসিএসের আবেদনে ভাটা, বড় বাধা সেশনজট

ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮

অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠতে পারে: রিজভী