রবিবার, ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সেই শিক্ষকের বিরুদ্ধে আবারও শিক্ষার্থী পেটানোর অভিযোগ

aniomডেস্ক রিপোর্ট : প্রাইভেট না পড়ায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা সরকারি উচ্চবিদ্যালয়ের ইংরেজি বিষয়ের সহকারী শিক্ষক হুমায়ুন কবির আবারও ছাত্রদের পিটিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে৷ অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে৷ 

কসবা সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে থাকাকালীন ২০০৭ সালে ওই শিক্ষক ডাস্টার দিয়ে এক ছাত্রীর মাথা ফাটিয়ে দেন৷ এ ছাড়া আরও অনেক শিক্ষার্থীকে তিনি মারধর করেন৷ এ নিয়ে প্রথম আলোতে প্রতিবেদনও প্রকাশিত হয়৷ পরে উপজেলা প্রশাসন তদন্ত করে ঘটনার সত্যতা পাওয়ায় তাঁকে চাঁদপুরের হাইমচর সরকারি উচ্চবিদ্যালয়ে বদলি করে দেয়৷ আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তৎকালীন সাংসদ মোহাম্মদ শাহআলম ডিও লেটার দিয়ে তাঁকে কসবা সরকারি উচ্চবিদ্যালয়ে বদিল করিয়ে আনেন৷

ওই বিদ্যালয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ে যোগদান করার পর থেকে হুমায়ুন কবির সরকার তাঁর কাছে প্রাইভেট না পড়া ছাত্রদের মারধর করে আসছেন৷ সম্প্রতি দশম শ্রেণির ছাত্র এনামুল হককে তিনি লাথি মারেন৷ এতে এনামুল জ্ঞান হারিয়ে ফেলেন৷ এ ছাড়া হুমায়ুন কবির অষ্টম শ্রেণির ছাত্র ইসমাইলের নাকে ঘুষি মেরে তাকে রক্তাক্ত করে ফেলেন৷ একই শ্রেণির ছাত্র সফিউল্লাহকেও তিনি ঘুিষ মেরে আহত করেন৷ এভাবে তিনি আরও কয়েকজন ছাত্রকে কিল-ঘুষি ও লাথি মেরে আহত করেন৷ 

এসব ঘটনার পর শিক্ষার্থীরা ওই শিক্ষকের বিরুদ্ধে ডাকযোগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), জেলা প্রশাসক এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ বিভিন্ন সংবাদমাধ্যমে লিখিত অভিযোগ পাঠায়৷ ইউএনও বিষয়টি তদন্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) নির্দেশ দেন৷ তবে অভিযোগ অস্বীকার করে হুমায়ুন কবির সরকার বলেন, ষড়যন্ত্র করে তাঁর বিরুদ্ধে এসব অভিযোগ আনা হয়েছে৷

গতকাল উপজেলা সহকারী কমিশনার মো. সোহেল আহমেদ বলেন, অভিযুক্ত এবং অভিযোগকারীর বক্তব্য সংগ্রহ করা হয়েছে৷ প্রত্যক্ষদর্শীর বক্তব্য নেওয়ার জন্য চিঠি দেওয়া হয়েছে৷

এ জাতীয় আরও খবর

সাইফের ঘটনায় ২ সন্দেহভাজন আটক

পেঁয়াজের দরপতনে দিশেহারা কৃষক

লালমনিরহাটে আজহারীর মাহফিলে মোবাইল চুরি, নারীসহ আটক ২২

বাংলাদেশ নিয়ে এপিপিজি রিপোর্টকে ‘একপাক্ষিক’ বললেন রূপা হক

৬০০ টাকায় ইলিশ বিক্রি করবে সরকার

নির্বাচনের ঘোষণা তাড়াতাড়ি হওয়া উচিত: মির্জা ফখরুল

জুলাই গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসায় ১৫০ কোটি টাকা অনুদান

ফের পয়েন্ট খুইয়েছে কিংস, চ্যাম্পিয়নদের এবার রুখে দিলো ফর্টিস

প্রধান উপদেষ্টাকে সংগ্রামের গল্প শোনালেন ১৫ উদ্যোক্তা

বিপ্লব বেহাত হয়নি, জন-আকাঙ্ক্ষার দেশ গড়তে কাজ করছে সরকার

ইরানে বন্দুকধারীর হামলায় ২ বিচারপতি নিহত

চাঁদাবাজি-দখলদারত্বের বিরুদ্ধে যুদ্ধ চলবে: জামায়াতের আমির