মঙ্গলবার, ২৮শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ ১৪ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ

সরাইলে দু’গোষ্ঠীর সংঘর্ষে ওসিসহ অর্ধশত আহত

attack (1)ডেস্ক রিপোর্ট : মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মেয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে দু'গোষ্ঠীর সংঘর্ষে ওসিসহ অর্ধশত লোক আহত হয়েছে। সকাল ৯টায় উপজেলার নোয়াঁগাও ইউনিয়নের তেরকান্দা গ্রামের হাবাজের গোষ্ঠী ও ফুডুর গোষ্ঠীর লোকজনদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা যায়, তেরকান্দা গ্রামের হাবাজের গোষ্ঠীর রাকিব মিয়ার মেয়ে ও ফুডুর গোষ্ঠীর তমুজখা মিয়ার ছেলের মধ্যে সম্পর্ককে কেন্দ্র করে উভয় গোষ্ঠীর লোকজনের মধ্যে বিরোধ চলছিল। বিরোধের জেরে গত সোমবার দুপুরে ফুডুর গোষ্ঠীর লোকজন হাবাজের গোষ্ঠীর মনু মিয়াকে (৩০) বাড়ি যাওয়ার পথে মারধর করে গুরতর আহত করে। এর জের ধরে সকাল ৯টায় উভয় গোষ্ঠীর লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে সরাইল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৮ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। তিন ঘন্টাব্যাপি স্থায়ী সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদসহ উভয় পক্ষের অর্ধশত লোক আহত হয়। আহতদের সরাইল উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্স ও জেলা সদর হাসপাতালে ভর্তি করাসহ চিকিৎসা দেওয়া হয়েছে। আহতদের মধ্যে আসমত মিয়া (৯০), সিকিম মিয়া (২৫), মাজিদ মিয়া (২০), মিজান মিয়া (২২), মকবুল মিয়া (২৮), সাদু মিয়া (৩২), ছোট্ট মিয়া (৩৫), পইলন মিয়া (৪৫), সাদ্দাম মিয়া (২৫), গোলাপ মিয়া (২২), শরীফ খা (৪০), বাগু মিয়া (২৫)র কে হাসাপাতালে ভর্তি ও অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আলী আরশাদ জানান, পরিস্থিতি শান্ত আছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।

Brahmanbaria Zilla