অজ্ঞান পার্টির কবলে
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় রেনুয়ারা বেগম নামের এক নারীর আড়াই লাখ টাকা হাতিয়ে নিয়েছে অজ্ঞান পার্টি৷ পৌর এলাকার আড়াইবাড়ী গ্রামের রেনুয়ারা গতকাল সোমবার সকালে অগ্রণী ব্যাংকের শাখা থেকে টাকা তুলে রিকশায় বাড়ি ফিরছিলেন৷ পথে কসবা সুপার মার্কেট এলাকায় চালক অন্য এক নারীকে রিকশায় তুলে নেন৷ পরে বিকেলে রেনুয়ারাকে পৌর এলাকার চড়নাল এলাকায় অজ্ঞান অবস্থায় পাওয়া যায়৷