বৃহস্পতিবার, ২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন আন্তনদী সংযোগ প্রকল্পে গতি আনবে মোদি সরকার

ভারতের বিতর্কিত আন্তনদী সংযোগ প্রকল্প ক্ষমতাসীন নরেন্দ্র মোদির সরকারের সময় নতুন করে গতি পাবে। তবে প্রকল্পটি বাস্তবায়নে দেশটির কেন্দ্রীয় সরকার সতর্কভাবে এগোতে চায়।

গতকাল সোমবার ভারতের প্রভাবশালী ‘টাইমস অব ইন্ডিয়া’ পত্রিকার অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।



আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়ন হলে বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতি গভীর ক্ষতির সম্মুখীন হবে বলে দীর্ঘদিন ধরে উদ্বেগ জানিয়ে আসছেন পরিবেশবাদীরা।



প্রকল্পের বিষয়ে মোদি সরকারের পরিবেশমন্ত্রী প্রকাশ জাবেদকর টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘সরকার প্রথমে পরস্পরের কাছাকাছি থাকা আন্ত অববাহিকার নদীগুলোকে প্রথমে সংযুক্ত করবে। এ ক্ষেত্রে বৃহত্তর সুবিধাভোগীর কাছে এই প্রকল্পের সম্ভাব্যতা ও উপযোগিতার কথা মাথায় রাখা হবে।’

বিষয়টি আন্ত মন্ত্রণালয়ের সঙ্গে সংশ্লিষ্ট উল্লেখ করে মন্ত্রী বলেন, এ নিয়ে শিগগির বিস্তারিত আলোচনা শুরু হবে।



প্রকাশ জাবেদকর বলেন, ‘আমরা এমনভাবে নদীগুলোর আন্ত সংযোগ করব, যাতে তা একই সঙ্গে মানুষের পানের পানি ও সেচের প্রয়োজন মেটায় এবং পরিবেশের ক্ষতি না হয়।’



১৯৮২ সালে আন্তনদী সংযোগ (আইএলআর) প্রকল্প হাতে নেয় ভারত। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকারের প্রধানমন্ত্রী অটল বিহারি বাজপেয়ির সময়ে (১৯৯৯-২০০৪) প্রকল্পটি গতি পায়। কিন্তু পরে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোটের আমলে পরিবেশবাদীদের বিরোধিতার কারণে তা মুখ থুবড়ে পড়ে।



ভারতের উচ্চ আদালত ২০১২ সালের ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় সরকারকে সময়সীমাভিত্তিক আন্তনদী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন। প্রকল্প পরিকল্পনা ও বাস্তবায়নের জন্য উচ্চক্ষমতাসম্পন্ন কমিটি গঠনেরও নির্দেশ দেওয়া হয় তখন। সর্বোচ্চ আদালতের নির্দেশনা পাওয়ার পর প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেন ইউপিএ সরকার।

৩০টি খাল খননের মাধ্যমে ভারতের আন্তনদী সংযোগ প্রকল্প বাস্তবায়িত হবে।



পরিবেশবাদীরা বলছেন, এই পরিকল্পনা বাস্তবায়িত হলে নিম্ন অববাহিকার দেশ হিসেবে তা বাংলাদেশের পরিবেশ ও অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতির সূত্রপাত ঘটাবে। শুরু হবে মরুকরণ প্রক্রিয়া। একইভাবে কমবেশি ক্ষতিগ্রস্ত হবে ভারতের নয়টি রাজ্য।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশের অন্যতম উন্নয়ন অংশীদার চীন : ডেপুটি স্পিকার

প্লেনে অসুস্থ প্রবাসী, এক ঘণ্টায়ও আসেনি শাহ আমানতের অ্যাম্বুলেন্স

হামলায় আমি জড়িত ছিলাম না : রুবেল

তীব্র গরম: প্রাথমিক-মাধ্যমিকে অনলাইনে ক্লাস চালুর চিন্তা

উত্তপ্ত মধুখালীতে ফের বিজিবি মোতায়েন, দিনভর সহিংসতার ঘটনায় মামলা

হাসপাতালে ভর্তি সৌদি বাদশাহ

তাপপ্রবাহে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা : ইউনিসেফ

এবারের ঈদযাত্রায় দুর্ঘটনা বেড়েছে ৪০ ভাগ

সাজেকে ট্রাক খাদে পড়ে নিহত ৬ শ্রমিক

নিরাপত্তা বাহিনীর সদস্যদের নিতে এসে ১৭৩ বাংলাদেশিকে ফেরত দিয়ে গেলো মিয়ানমার

মেহজাবীন-সিয়ামের ‘দ্বন্দ্বের’ কারণ প্রকাশ্যে

হাসপাতালে সৌদি বাদশাহ