সরাইলে ৫ মাদকসেবীর কারাদণ্ড
বার্তা কক্ষঃব্রাহ্মণবাড়িয়ার সরাইলে মাদক সেবনের অপরাধে পাঁচ যুবককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রোববার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ এমরান হোসেন এ আদেশ দেন। দণ্ড প্রাপ্তরা হলেন- সরাইল সদর ইউনিয়নের মোঘলটুলা গ্রামের হানিফ মিয়া (৩২), এনাম খাঁ (৩০), কুট্টাপাড়া গ্রামের সারোয়ার (২০), উত্তর আরিফাইল গ্রামের আলাল মিয়া (২৫), ও চুন্টা গ্রামের সেলিম মিয়া (২৬)। সরাইলের ইউএনও মোহাম্মদ এমরান হোসেন জানান, পাঁচ যুবকের মধ্যে তিন যুবককে দুই মাসের, এক যুবকের ১৫ দিন ও অপর যুবকের সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।