শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাডবেরির চকলেটের পরীক্ষা চালাচ্ছে সৌদি আরবও

dairy_milk_sm_412379090মালয়শিয়ার পর সৌদি আরব কর্তৃপক্ষও ক্যাডবেরির চকলেট পরীক্ষা করছে। কিছুদিন আগে মালয়শিয়া কর্তৃপক্ষ ক্যাডবেরির ডেইরি মিল্ক চকলেটে শূকরের ডিএনএ পায়, যা মুসলমানদের জন্য হারাম বলে গণ্য। এর পর পরই সৌদি কর্তৃপক্ষ ক্যাডবেরির চকলেটের কিছু নমুনা বাজার থেকে সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা-এসপিএ বিষয়টি নিশ্চিত করেছে। এসপিএ জানায়, স্থানীয় বাজার থেকে সৌদি আরবের খাদ্য এবং ওষুধ বিষয়ক সংস্থা এসএফডিএ বেশকিছু চকলেট সংগ্রহ করেছে। এখন সেগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে। “মালয়েশিয়াতে যে চকলেটের মধ্যে শূকরের ডিএনএ পাওয়া গেছে তা এসেছে মূলত মিশর এবং যুক্তরাজ্য থেকে।” এসপিএ আরো জানায়, ইসলামে শূকরের মাংস কঠোরভাবে নিষিদ্ধ। যার কারণে মালয়েশিয়ায় ক্যাডবেরিতে শূকরের ডিএনএ পাওয়ার সংবাদে ইতোমধ্যেই বেশকিছু মুসলিম গ্রুপ এই চকলেট কোম্পানির সব পণ্য বর্জনের ডাক দিয়েছে। শুধু তাই নয়, ক্যাডবেরি কোম্পানির হয়ে দেশে যে কোম্পানিটি কাজ করে সেই কোম্পানিটিকেও বর্জনের ডাক দেয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান ওথমান মুস্তাফা সাংবাদিকদের জানিয়েছেন,  সাধারণ মানুষকে বুঝতে হবে, আমরা ওই ক্যাডবেরি কোম্পানির বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নিতে পারি না। কারণ পদক্ষেপ নিতে গেলে আমাদের হাতে শক্ত সাক্ষ্য প্রমাণ থাকতে হবে। এদিকে ক্যাডবেরি মালয়েশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা অভিযুক্ত দুটি পণ্য বাজার থেকে তুলে নিয়েছে। আমাদের সব পণ্যেই শূকরের ডিএনএ আছে এই কথাটা ঠিক নয়। আর আমরা তো হালাল পণ্যের পক্ষেই অবস্থান নিচ্ছি সবসময়।

এ জাতীয় আরও খবর

টানা ১১ জয়ে প্রথম পর্ব শেষ করল আবাহনী

কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্যে আতঙ্ক ছড়িয়ে পড়বে : বেসিক ব্যাংক

‘শুল্ক ফাঁকি’ দেওয়া ২৪২ মেট্রিকটন ভারতীয় চিনি পাবনায় জব্দ

নির্বাচনের টিকিট না পেয়ে খোলামেলা রূপে হাজির নুসরাত!

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা

ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ শুরু করেছে যুক্তরাষ্ট্র

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের শাড়ি বন্ধুদের দিলেন ব্যারিস্টার সুমন

শিল্প এবং সংস্কৃতির উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : তথ্যপ্রতিমন্ত্রী

ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফর স্থগিত

এক বন্ধুরাষ্ট্রকে খুশি করতে গিয়ে অন্যের বিরাগভাজন হতে পারি না: সেনাপ্রধান

সোনার দাম আবারও বাড়ল, ভরি ১ লাখ ১৯ হাজার ৬৩৮ টাকা

ব্রিটিশ দূতের সঙ্গে বিএনপির বৈঠক