শুক্রবার, ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্যাডবেরির চকলেটের পরীক্ষা চালাচ্ছে সৌদি আরবও

dairy_milk_sm_412379090মালয়শিয়ার পর সৌদি আরব কর্তৃপক্ষও ক্যাডবেরির চকলেট পরীক্ষা করছে। কিছুদিন আগে মালয়শিয়া কর্তৃপক্ষ ক্যাডবেরির ডেইরি মিল্ক চকলেটে শূকরের ডিএনএ পায়, যা মুসলমানদের জন্য হারাম বলে গণ্য। এর পর পরই সৌদি কর্তৃপক্ষ ক্যাডবেরির চকলেটের কিছু নমুনা বাজার থেকে সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠায়। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা-এসপিএ বিষয়টি নিশ্চিত করেছে। এসপিএ জানায়, স্থানীয় বাজার থেকে সৌদি আরবের খাদ্য এবং ওষুধ বিষয়ক সংস্থা এসএফডিএ বেশকিছু চকলেট সংগ্রহ করেছে। এখন সেগুলো পরীক্ষাগারে পাঠানো হয়েছে। “মালয়েশিয়াতে যে চকলেটের মধ্যে শূকরের ডিএনএ পাওয়া গেছে তা এসেছে মূলত মিশর এবং যুক্তরাজ্য থেকে।” এসপিএ আরো জানায়, ইসলামে শূকরের মাংস কঠোরভাবে নিষিদ্ধ। যার কারণে মালয়েশিয়ায় ক্যাডবেরিতে শূকরের ডিএনএ পাওয়ার সংবাদে ইতোমধ্যেই বেশকিছু মুসলিম গ্রুপ এই চকলেট কোম্পানির সব পণ্য বর্জনের ডাক দিয়েছে। শুধু তাই নয়, ক্যাডবেরি কোম্পানির হয়ে দেশে যে কোম্পানিটি কাজ করে সেই কোম্পানিটিকেও বর্জনের ডাক দেয়া হয়েছে। এদিকে মালয়েশিয়ার ইসলামিক উন্নয়ন সংস্থার নির্বাহী প্রধান ওথমান মুস্তাফা সাংবাদিকদের জানিয়েছেন,  সাধারণ মানুষকে বুঝতে হবে, আমরা ওই ক্যাডবেরি কোম্পানির বিরুদ্ধে এখনই কোনো পদক্ষেপ নিতে পারি না। কারণ পদক্ষেপ নিতে গেলে আমাদের হাতে শক্ত সাক্ষ্য প্রমাণ থাকতে হবে। এদিকে ক্যাডবেরি মালয়েশিয়া এক বিবৃতিতে জানিয়েছে, তারা অভিযুক্ত দুটি পণ্য বাজার থেকে তুলে নিয়েছে। আমাদের সব পণ্যেই শূকরের ডিএনএ আছে এই কথাটা ঠিক নয়। আর আমরা তো হালাল পণ্যের পক্ষেই অবস্থান নিচ্ছি সবসময়।

এ জাতীয় আরও খবর