শনিবার, ২রা নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

বিশ্বের সবচেয়ে লম্বা গাড়ি

worlds-longest-carবিশ্বের সবচেয়ে লম্বা গাড়িটি তৈরি করেছেন জয় অরবার্গ অফ বুরব্যাঙ্ক। গিনেস বুক অব ওয়ার্ল্ডে রেকর্ডে স্থান পেয়েছে এই গাড়ি। এটি প্রায় ১০০ ফিট লম্বা। ক্যালিফর্নিয়ায় তৈরি এই গাড়িটিতে ২৬টি চাকা রয়েছে এবং ২টি চালক ক্যাবিন। এটি বানানোর মূল লক্ষ্য হল হলিউডের চলচ্চিত্রে ব্যবহার। এছাড়া বিভিন্ন প্রদর্শনীতে এটি উন্মুক্ত করা হবে। বিলাসবহুল এই গাড়ির মধ্যে রয়েছে স্পা, সুইমিং পুল, কিং সাইজ বেড, সান ডেক, এমনকি একটি হেলিকপ্টার ল্যান্ডিং এর জন্য হেলিপ্যাড।

এ জাতীয় আরও খবর