ইউটিউবের ইতিহাসে প্রথম : ২০০ কোটি হিট ছাড়ালো ‘গ্যাংনাম স্টাইল
ইউটিউবের ইতিহাসে প্রথম ভিডিও হিসেবে ‘গ্যাংনাম স্টাইল’ ২০০ কোটির অবিশ্বাস্য মাইলফলক স্পর্শ করলো। ‘গ্যাংনাম স্টাইলে’র জন্ম দিয়ে অদম্য, অপ্রতিরোধ্য গতিতেই এগিয়ে চলেছেন দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় পপ স্টার সাই। বিস্ময়ের দ্যুতি ছড়ানো এই গানটি প্রকাশের আগে সাইয়ের কোন তারকাখ্যাতি ছিল না। আর আজ তিনি সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত মুখ।
গতকাল মধ্যরাতের সামান্য আগেই ২০০ কোটি অতিক্রম করে ভিডিওটি। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। একই সঙ্গে ৩ কোটি ৮০ লাখ হিট নিয়ে মিউজিক ভিডিওটি একদিনে সর্বোচ্চ হিট ও গড়পড়তায় সর্বোচ্চ হিটের ক্ষেত্রেও রেকর্ড গড়েছে। সাইয়ের আরও কয়েকটি মিউজিক ভিডিও রয়েছে ইউটিউব হিট লিস্টের টপ চার্টে। সাই ব্যতীত একমাত্র জাস্টিন বিবার ১০০ কোটির মাইলফলক অতিক্রম করেছেন। সাইয়ের সঙ্গে তার ব্যবধানটা বিস্তর। বিবারের ‘বেইবি’ শীর্ষক মিউজিক ভিডিওটি রয়েছে দ্বিতীয় স্থানে এবং ৭১ কোটি ১০ লাখ হিট নিয়ে একটি শিশুর ‘চার্লি বিট মাই ফিঙ্গার- আগেইন’ ভিডিওটি রয়েছে তৃতীয় অবস্থানে।