দ. কোরিয়ায় হাসপাতালে আগুন, ২১ জনের মৃত্যু
ডেস্ক রির্পোট : দক্ষিণ কোরিয়ার একটি হাসপাতালে আগুন লেগে ২১ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ২০ জন রোগী ও একজন সেবিকা। এ অগ্নিকাণ্ডে আহত হয়েছেন আরও ৬ জন।
রাজধানী সিউল থেকে ৩০০ কিলোমিটার দক্ষিণে জানসিউন কাউন্টির হিয়োসারান হাসপাতালে মঙ্গলবার অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ধোঁয়ার কারণে দম বন্ধ হয়ে অধিকাংশের মৃত্যু হয়েছে। প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
এ অগ্নিকাণ্ডের ঘটনার মাত্র এক দিন আগে গোয়ান সিটির একটি বাস টার্মিনালে আগুন লেগে ৭ জনের মৃত্যু ও ২০ জন আহত হন।
গত মাসে দক্ষিণ কোরিয়ায় ফেরিডুবিতে ৩০০ জন নিহতের ঘটনার রেশ কাটতে না কাটতেই দেশটিতে ফের এ সব দুর্ঘটনা ঘটল। সূত্র : বিবিসি।