টারজানের এ যুগের প্রেমিকা সানি লিওন
।।বিনোদন ডেস্ক।।গহীন জঙ্গলের রাজা টারজানের সঙ্গীনি জেন চরিত্রে অভিনয় করবেন সানি লিওন। বলিউডে ১৯৮৫ সালের ছবি ’অ্যাডভেঞ্চারস অব টারজান’-এর রিমেকে দেখা যেতে পারে তাকে। সমকালীন আঙ্গিকে ছবিটি রিমেক করার পরিকল্পনা সাজিয়েছেন আগের ছবির পরিচালক বি. সুভাষ।
তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে এই পরিকল্পনা করেছি। ছবিটিতে জেন চরিত্রে সানি লিওনকেই চাই। জেন চরিত্রে তাকে বেশি মানাবে।’
নাম চূড়ান্ত না হওয়া ছবিটিতে টারজান চরিত্রে ভাবা হচ্ছে বিদুৎ জামালের কথা।
জানা গেছে, অ্যালামব্রা এন্টারটেইনমেন্ট অ্যান্ড লোটাস ফিল্ম কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা পরাগ সাংভির সঙ্গে আলোচনাও করেছিলেন সুভাষ।
সানিকে বলিউডে বেশ কয়েকটি ছবিতে চুক্তিবদ্ধ করিয়েছেন পরাগ। কিন্তু সুভাষ ও পরাগের আলোচনা ফলপ্রসূ হয়নি। এ কারণে ব্যক্তিগত উদ্যোগেই সানিকে প্রস্তাব দেবেন সুভাষ।
‘জিসম টু’, ’রাগিনি এমএমএস টু’র পর সানি লিওন অভিনীত ‘টিনা অ্যান্ড লোলো’ ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। মাঝে ‘শুটআউট অ্যাট লোখান্ডওয়ালা’ ছবির আইটেম গানে নেচেছেন তিনি।
১৯৮৫ সালের ’অ্যাডভেঞ্চারস অব টারজান’ ছবিতে টারজান ও জেন চরিত্রে অভিনয় করেছিলেন যথাক্রমে হেমন্ত বির্জি ও কিমি কাতকার। আবেদনময়ী দৃশ্য ও ব্যবসায়িক সাফল্যের নজিরের জন্য ছবিটি এখনও আলোচিত।