শুক্রবার, ১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের ঘটনায় ফ্রান্সে নির্মিত হচ্ছে নাটক

kidnapশীতলক্ষ্যা তীরের ‘সেভেন মার্ডার’সহ খুন-গুমের বাংলাদেশ যখন আজ এক আতঙ্কের জনপদ, বিদেশ বিভূঁইয়ে তার প্রভাব পড়তে শুরু করেছে সংস্কৃতিমনা প্রবাসী বাংলাদেশীদের মধ্যেও। ‘নারায়ণগঞ্জ গ-১২৭০’ নামে তাই একটি বিশেষ নাটকের শ্যুটিং জোরেশোরে এগিয়ে চলেছে আইফেল টাওয়ারের দেশ ফ্রান্সে। প্যারিসপ্রবাসী প্রতিশ্রুতিশীল নির্মাতা ও পরিচালক জাকারিয়া মিঠুর এই হাই ভোল্টেজ ড্রামার প্রথম এইচডি ট্রেলার এরই মধ্যে স্যোশাল মিডিয়াগুলোতে ব্যাপক সাড়া জাগিয়েছে। সোমবার এই প্রতিবেদককে জাকারিয়া মিঠু জানান, ফ্রান্সের রাজধানীতে শ্যুটিং হলেও শীতলক্ষ্যা তীরের অনেক দৃশ্যই দর্শকরা দেখতে পারবেন ‘নারায়ণগঞ্জ গ-১২৭০’ নাটকে। নাটকটিতে অভিনয় করেছেন ফ্রান্সে বসবাসরত তরুণ-তরুণীরা।

পরিচালক জাকারিয়া মিঠু জানান, অভিনয়ে নবীন হলেও শ্যুটিংয়ে অসাধারণ প্রতিভার স্বাক্ষর রেখেছেন প্রত্যেকেই। একজন নিরপরাধ মানুষকে গুম করার পর নৃশংসভাবে হত্যা করার মাধ্যমে যেভাবে ধ্বংস করে দেয়া হয়েছে গোটা একটি পরিবারকে, তা অত্যন্ত দক্ষতার সঙ্গে সুনিপুণভাবে ফুটে উঠেছে ‘আনন্দ ফ্রান্স’-এর প্রযোজনায় এবং মতিউর রহমান বাবুর কাহিনীতে। প্যারিসের স্বনামধন্য মিউজিশিয়ান আরিফ রানার লেখা ও সুর করা গান নতুন মাত্রা যোগ করেছে শিহরণ জাগানিয়া নাটকটিতে। ভাবমূর্তি নিয়ে সংকটের মুখে পড়া বাংলাদেশে খুন-গুম-অপহরণের বিরুদ্ধে কঠিন প্রতিবাদী থিম নিয়ে তৈরী বিশেষ এই উপস্থানটি খুব শিগগিরই দেশের জনপ্রিয় একটি চ্যানেলে সম্প্রচার করা হবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর